সবচেয়ে দরিদ্রতম প্রার্থী! মাত্র ২ টাকার মালিক এই ব্যক্তির আসল পরিচয় জানেন?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রথম পাঁচ দফার ভোটের পর ষষ্ঠ দফার ভোটের মধ্যেও বিভিন্ন দলের প্রার্থীদের সম্পত্তির অসাম্য নিয়ে অব্যাহত চাপানউতোর। বিশেষ করে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন সবচেয়ে ধনী প্রার্থী তথা বিজেপি নেতা ও শিল্পপতি নবীন জিন্দাল (Naveen Jindal)। জানা যাচ্ছে তাঁর  ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ১২৪১ কোটি টাকা।

অন্যদিকে অবাক করবে সবচেয়ে দরিদ্র প্রার্থী মাস্টার রণধীর সিং-র (Master Randhir Singh) সম্পত্তির পরিমাণ। জানা যাচ্ছে এই নির্দল প্রার্থী নাকি মাত্র ২ টাকার মালিক। ষষ্ঠ দফার নির্বাচনী তালিকায় থাকা সবচেয়ে দরিদ্রতম এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিয়ানার রোহতক থেকে।

আর তাঁর পরেই এই তালিকায় রয়েছেন রামকুমার যাদব। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের সোশালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) পার্টির এই প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১ হাজার টাকা। আর সবচেয়ে কম সম্পত্তির মালিক প্রার্থী হিসাবে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উত্তর পশ্চিম দিল্লি কেন্দ্রের প্রার্থী খিলখিলাকর। বহুজন শোষিত সমাজ সংঘর্ষ সমতা পার্টির এই প্রার্থীর সম্পত্তির পরিমাণ ২ হাজার টাকা।

তবে জানলে অবাক হবেন বিভিন্ন দলের প্রার্থী তালিকায় কোটিপতির সংখ্যাও কিন্ত কম নেই মোটেই।রিপোর্ট বলছে মোট ৮৮৬ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন কোটিপতি। হিসাব করলে দেখা যাবে মোট প্রার্থীর মধ্যে ৩৯ শতাংশই কোটি টাকার মালিক। অবাক হওয়ার এখানেই শেষ নয়! জানা যাচ্ছে এই কোটিপতিদের মধ্যে এমন ১২০ জন রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ অন্তত ৫ কোটি টাকা।

আরও পড়ুন: দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী, অথচ দিব্যি বসে রয়েছেন এই অফিসার! এ কী কান্ড! জানেন কেন?

তাই বোঝাই যাচ্ছে এই প্রার্থীদের মধ্যে কিন্তু ধনী-দরিদ্র দুইয়েরই সংমিশ্রণ রয়েছে। তবে লক্ষ্যণীয় বিষয় এই যে বেশিরভাগ ধনী প্রার্থীই কোনো না কোনো বড় দলগুলির প্রার্থী। যার মধ্যে রয়েছেন বিজেডির ১০০ শতাংশ প্রার্থী। অর্থাৎ দেখা গিয়েছে এই দলের ৬ জন প্রার্থীর মধ্যে ৬ জনই ধনী।একইভাবে আরজেডির ১০০ শতাংশ অর্থাৎ ৪ জন প্রার্থীর মধ্যে ৪ জনই, জেডিইউয়ের ১০০ শতাংশ অর্থাৎ ৪ জন প্রার্থীর ৪ জনই বিরাট সম্পত্তির মালিক।

অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির ৯৪ শতাংশ প্রার্থী অর্থাৎ ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৮ জনই সমম্পত্তির অধিকারী। এছাড়াও আছে সমাজবাদী পার্টি। এই দলের ৯২ শতাংশ অর্থাৎ ১২ জন প্রার্থীর ১১ জন, কংগ্রেসের ৮০ শতাংশ অর্থাৎ ২৫ জন প্রার্থীর মধ্যে ২০ জন,আর আপের ৮০ শতাংশ অর্থাৎ ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন আর তৃণমূল কংগ্রেসের ৭৮ শতাংশ অর্থাৎ ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই কোটিপতি।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X