আরও বাড়ছে লোকাল ট্রেন! শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য ‘স্পেশাল’ উপহার পূর্ব রেলের

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে প্রায় শেষের মুখে লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha election 2024)।  আগামী ১ লা জুন সম্পন্ন হবে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। ওই দিন বাংলা সহ মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ চলবে। এই অন্তিম পর্বের ভোটগ্রহণ পর্বে ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের ন’টি লোকসভা কেন্দ্রের বাসিন্দারা।

এই তালিকায় রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, এবং ডায়মন্ড হারবার।সপ্তম দফার ভোট গ্রহণ পর্বে কলকাতা নিবাসী অনেক সরকারি কর্মীদেরই ভোটের ডিউটি পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকসভা আসন গুলিতে।

   

তাই এবার ভোটের দায়িত্বে নিযুক্ত সরকারি কর্মীদের জন্য বড় উপহার দিচ্ছে পূর্ব রেল (Eastern Railways)। ভোটকর্মীরা যাতে এই নয়টি আসনের বুথে নির্বিঘ্নে পৌঁছতে পারেন তার জন্যই এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Devision)। জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধেই লোকসভার নির্বাচনের জন্য এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পূর্ব রেল।

এপ্রসঙ্গে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১, ২ তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দুই দিন শনিবার ও রবিবার ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা থেকে শিয়ালদহ পর্যন্ত বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। রেল সূত্রে খবর এই দু’দিন মোট তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে। তাছাড়া একটি ট্রেনের সময় বদল করা হয়েছে।

আরও পড়ুন: এখনও প্যান-আধার লিঙ্ক করেননি? ৩১-মের আগে এই কাজ না করলেই হবে বিরাট ক্ষতি

পূর্ব রেলের দেওয়া সময়সূচি অনুযায়ী নামখানা-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ১ জুন রাত ১১টা ৪৫ মিনিটে নামখানা স্টেশন থেকে ছেড়ে গিয়ে শিয়ালদা পৌঁছবে ২ জুন রাত ২টো ২০ মিনিটে। আর ২ জুন রাত ১টায় ডায়মন্ড হারবার থেকে যে ডায়মন্ড হারবার শিয়ালদা স্পেশাল ট্রেনটি ছাড়বে সেটি শিয়ালদায় এসে পৌঁছবে সেদিন রাত ২টো ২৭ মিনিটে।

Sealdah 1 1

এছাড়া ২ জুন রাত ১টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ২টো ৫ মিনিটে শিয়ালদায় এসে পৌঁছবে ক্যানিং-শিয়ালদা স্পেশাল ইউএমইউ ট্রেনটি। জানা যাচ্ছে এই তিনটি স্পেশাল ট্রেনই সমস্ত হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ অন্যান্য সমস্ত স্টেশনেই থামবে। এছাড়া ৩৪১৬৫ বজবজ-শিয়ালদা ইএমইউ লোকাল ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনটি বজবজ থেকে ২ জুন রাত ১২টা ৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর