বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-র লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) একেবারে অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। শনিবারেই সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব দিয়ে শেষ হচ্ছে এবারের নির্বাচন। তার আগেই ভোট গণনার কারচুপি রুখতে নির্বাচন কমিশনের (Election Commision) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবারের ভোট গণনা কারচুপি মুক্ত করার দাবি নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন শুভেন্দু।
সেখান থেকে বেরিয়ে এদিন শুভেন্দু দাবি করেন ২০২১ সালের বিধানসভা ভোটের সময় গণনা কেন্দ্রে ঢুকে পড়েছিল আইপ্যাকেট টিম। তাঁরা অন্তত ৪০ থেকে ৫০ টি আসনের গণনায় কারচুপি করেছিল বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তাছাড়া করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচার জন্য সে সময় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে ইভিএম থেকে কাউন্টিং এজেন্টের দূরত্ব ছিল প্রায় ৬ ফুট।
আর এই দূরত্বই সেসময় কারচুপি করতে সাহায্য করেছিল বলে দাবি করেছেন শুভেন্দু। সেই সাথে ভোটগণনা নিয়ে তিনি এদিন আরও বলেন কমিশন এবারের ভোট গণনা কারচুপি মুক্ত রাখতে আরো বেশি কড়া পদক্ষেপ নিতে চলেছে। তার জন্যই এবারের ভোট গণনা কেন্দ্রের ভিতরে গ্রুপ ডি কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মমতা বামপন্থী’, বিরোধী হিসাবে CPM-কে চাই!ভোটের মধ্যেই বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
তাই গণনা কেন্দ্রে এবার থেকে শুধুমাত্র থাকার অনুমতি পাবেন আপার ডিভিশন ক্লার্ক থেকে উচ্চ পদমর্যাদার অফিসার তথা সরকারই কর্মীরাই। জানানো হয়েছে কাউন্টিং সেন্টারে এবার সমস্ত সরকারি কর্মচারীদের আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে।
VIDEO | Lok Sabha Elections 2024: Here’s what BJP leader Suvendu Adhikari (@SuvenduWB) said after meeting with the West Bengal Chief Electoral Officer (CEO) earlier today.
“In the 2021 (West Bengal Assembly) elections, the employees of I-PAC (Indian Political Action Committee)… pic.twitter.com/4TCkBz9XD7
— Press Trust of India (@PTI_News) May 30, 2024
যদিও একুশের নির্বাচনে নন্দীগ্রামের গণনা নিয়ে খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সে কথা মনে করিয়ে দিয়ে সেবারের ইভিএম কারচুপি নিয়ে অভিযোগ করে এখনও মুখ্যমন্ত্রী হামেশাই বলেন সেবার নাকি শুভেন্দু অধিকারী লোডশেডিং করিয়ে জিতে গিয়েছিলেন। তাছাড়া এই অভিযোগ নিয়ে হাইকোর্টেও মামলাও করেছিল তৃণমূল।