৬৩ আসন কম, কত শতাংশ ভোট গড়ে দিল এই ফারাক? হিসেব দেখে চোখে জল BJP-র

বাংলাহান্ট ডেস্ক : গতকাল প্রকাশিত হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফলাফল। যদিও বিজেপি (Bharatiya Janata Party) একা পার করতে পারেনি ম্যাজিক ফিগার। পদ্মফুল শিবিরকে এবার সন্তুষ্ট থাকতে হয়েছে ২৪০টি আসন নিয়েই। গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন সংখ্যা কমেছে ৬৩টি।

গতবারের তুলনায় এবার বিজেপির ভোটের হার কমেছে মাত্র ০.৭%। আর তাতেই একধাক্কায় কমে গেল ৬৩ টি আসন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি গোটা দেশ থেকে পেয়েছিল ৩৭.৩ শতাংশ ভোট। এবার বিজেপির ভোটের হার কমে গিয়ে দাঁড়িয়েছে ৩৬.৬ শতাংশে। আর এই মাত্র ০.৭% ভোট কমে যাওয়ায় ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি।

আরোও পড়ুন : এবার লক্ষ্য যুব! মাসে ২৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, জানুন কীভাবে পাবেন

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন সভা থেকে লোকসভায় আসন সংখ্যা ‘৪০০ পার’ এর হুংকার দিয়েছিলেন। ৪০০ তো দূরের কথা, ২৭২ এর ম্যাজিক ফিগার স্পর্শ করার জন্যও বিজেপিকে এখন শরিকদের শরণাপন্ন হতে হচ্ছে। জাতীয় কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল ১৯.৫ শতাংশ ভোট।

আরোও পড়ুন : ব্যারাকপুর-মধ্যমগ্রামে তাণ্ডব শুরু TMC-র! রাতের অন্ধকারে হামলা BJP কর্মী সমর্থকদের বাড়িতে

এ বছর তাদের ভোটের হার বেড়ে হয়েছে ২১.২ শতাংশ। গত লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেসের ভোটের হার বৃদ্ধি পেয়েছে ১.৭ শতাংশ। আর এতেই কংগ্রেসের আসন সংখ্যা ৫২ থেকে লাফিয়ে পোঁছে গিয়েছে 99-তে। আসন সংখ্যার নিরিখে বিজেপির থেকে অনেকটা পিছিয়ে থাকলেও, এবারের লোকসভা নির্বাচনের ফল অক্সিজেন জোগাবে হাত শিবিরকে।

bjp flag

 

গুজরাট, মধ্যপ্রদেশের মতো রাজ্যে বিজেপির ভোটের হার পরিবর্তন না হলেও, অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশে ৮% ভোট কমেছে বিজেপির। অন্যদিকে, দক্ষিণ ভারতের কিছু রাজ্যে বিজেপির ভোটের হার বেড়েছে। তবে সেই তুলনায় বাড়েনি আসন সংখ্যা।উত্তরপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের হার কমেছে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর