মোদীর হাতেই ক্ষমতা? গদি পাচ্ছে না I.N.D.I.A জোট? দেখে নিন বাংলাহান্ট Pollstreet-র Exit Poll

বাংলাহান্ট ডেস্ক : এবারের মত শেষ হল ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রায় দেড় মাস ধরে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। সাত দফায় দেশের ভোটারটা তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন। ৫৪৩টি আসনের মধ্যে থেকে সুরাটেই কেবলমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি। সেই হিসেবে দেখতে গেলে এবার মোট ৫৪২টি আসনে ভোটদান হয়েছে।

সাতটি দফায় ভোট হয়েছে – ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে ২৭২টি বা তার বেশি আসন পেতে হয়। তবেই সরকার গঠন করা যায়। ২৭২ হল ম্যাজিক ফিগার। ইতিমধ্যেই ভোটপর্ব মিটতেই দেশজুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছে এক্সিট পোল নিয়ে। তবে সেটা যে হুবহু মিলে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

   

আরোও পড়ুন : বঙ্গে বাড়ছে BJP, ক্ষতি TMC-র! খাতা খুলছে বামও! বাংলাহান্ট Pollstreet-র Exit Poll-এ বড় তথ্য

তবে আগামী মঙ্গলবার অর্থাৎ ৪ জুন ফাইনাল রেজাল্ট আউটের আগে বুথফেরত সমীক্ষার মাধ্যমে একটা প্রাথমিক আভাস পেতে মুখিয়ে থাকেন সকলে। শেষপর্যন্ত বুথফেরত সমীক্ষায় কোন দলকে এগিয়ে রাখা হচ্ছে? বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কতগুলি আসনে জিততে পারে? কংগ্রেসের ঝুলিতে কতগুলি আসন যেতে পারে? এসব নিয়েই চর্চা তুঙ্গে।

আরোও পড়ুন : কী হতে চলেছে লোকসভা ভোটে? গেরুয়া ঝড় নাকি…বুথ ফেরত সমীক্ষার আগেই পিকে-র দাবিতে তোলপাড়

লোকসভা নির্বাচনের প্রচার পর্ব থেকেই অবশ্য বিজেপির (Bharatiya Janata Party) শীর্ষনেতারা বারবার চারশো’র গণ্ডি পারের কথা বলেছিলেন। তবে, এবার নাকি সবাইকে চমকে দিয়ে ম্যাজিক ফিগার পেয়ে যাওয়ার আশা দেখেছিল ইন্ডিয়া জোট (Indian National Developmental Inclusive Alliance)।এমনকি, দেশজুড়ে বিজেপির বিকল্প না থাকার তত্ত্ব প্রকাশ্যে আসে। তবে, পিকে অবশ্য সেই যুক্তিকে পাত্তা না দিয়ে সাফ জানিয়েছিলেন মোদির জনপ্রিয়তার কথাই।

IMG 20240601 WA0026

তবে, বাংলাহান্ট পোলস্ট্রিট এক্সিট পোলের সমীক্ষা বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেতে চলেছে ৩৩৫ থেকে ৩৪৫টি আসন। অপরদিকে, ইন্ডিয়া জোট পেতে পারে ১৪২ থেকে ১৫২টি আসন। ৬৫ থেকে ৭৫টি আসন পেতে পারে অন্যান্যরা। এই এক্সিট পোলের রেজাল্ট যদি মিলে যায় তাহলে ধরে নিতেই হবে যে ফের একবার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আগামী ৪ঠা জুন পরিষ্কার হয়ে যাবে সেই চিত্রটাই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর