জেলে বসেই কপাল খুলল পার্থ-মানিকের, বিরাট দুঃসংবাদ এল জ্যোতিপ্ৰিয়র জীবনে

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আর তাতে জনতার রায়ে বঙ্গে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এককথায় খেলা খেলে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই ২০২২ সাল থেকে নিয়োগে দুর্নীতি, গরু পাচার কাণ্ড, কয়লা কাণ্ড, রেশন দুর্নীতির মতো গুরুতর অভিযোগে জর্জরিত তৃণমূল। তবে এত কিছুর পরও লোকসভায় বিরাট ভালো ফল হয়েছে শাসকদলের। তবে দুর্নীতির দায়ে তৃণমূলের যেসকল হেভিওয়েট বিধায়করা জেলবন্দি, তাদের বিধানসভায় কী জোড়াফুল ফুটেছে?

বর্তমানে দুর্নীতির দায়ে জেলবন্দি রয়েছেন তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এবং মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এই কিছুদিন আগেই মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। বর্তমানে তিনি মুক্ত। লোকসভা ভোটে তৃণমূল সার্বিকভাবে ভালো ফল করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভায় পিছিয়ে পড়েছে।

   

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র হল দক্ষিণ কলকাতা লোকসভার বেহালা পশ্চিম। সেখানে বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের মালা রায়। পাশাপাশি বেহাল পশ্চিম বিধানসভাতেও তৃণমূল এগিয়ে রয়েছে বিরোধীদের থেকে। তৃণমূলের পলাশীপাড়া কেন্দ্রের বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মানিকের ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্র পলাশীপাড়া থেকে প্রায় ৩৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। অন্যদিকে পার্থের বিধানসভায় তৃণমূল ভালো ফল করলেও ডুবেছে গিয়ে রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্ৰিয়র বিধানসভায়।

tmc flag

আরও পড়ুন: ভ্যাপসা গরমে বজ্রপাত সহ ঝেঁপে বৃষ্টি! আগামী দু’ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গের এই সব জেলা

জ্যোতিপ্ৰিয় ওরফে বালু হাবড়ার বিধায়ক। বিধানসভা কেন্দ্রটি বারাসত লোকসভার অন্তর্গত। এবারেও সেখানে ফুটেছে জোড়াফুল। চতুর্থবারের জন্য সাংসদ হয়েছেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। তবে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, হাবড়া বিধানসভায় প্রায় ২০ হাজার ভোটে বালুর হাবড়ায় পিছিয়ে রয়েছে তৃণমূল। যা যথেষ্টই উদ্বেগের।

ওদিকে সদ্য জামিন পাওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বড়ঞা বহরমপুর লোকসভার অন্তর্গত। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়ে বিরাট জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তবে পরিসংখ্যান অনুযায়ী এই বড়ঞায় তৃণমূল কংগ্রেস ৫০০ ভোটে পিছিয়ে রয়েছে। সেখানে প্রথম স্থানে রয়েছে বিজেপি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর