প্রথমবার সাংসদ হলেও একাধিক বার আক্রামনাত্মক হতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। আর এবার বাজেট নিয়েও অধিবেশনেও আক্রমণাত্মক অবতারে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। প্রথমেই বলে রাখা ভালো তার এই খোলামেলা এবং সাহসিকতার জন্য তিনি প্রথম থেকেই বেস জনপ্রিয়।
তার সোজা কথায় অনেকের তাকে মনে হয়েচে তিনি বেশি আক্রমনাত্মক , কিন্তু তিনি বরাবর সেই জায়গায় দাড়ঁয়ে নিজের বক্তব্য রেখে গেছেন। নিজের মতামত প্রকাশ করে গেছেন। কিন্তু গত কয়েকটি অধিবেশনে বিরোধীদের বিরুদ্ধে তার আক্রমণ যেভাবে বেড়ে চলছিলো তাতে বেশ ক্ষুব্ধ স্পিকার এম বিড়লা। মাত্রাছাড়া মন্তব্যের কারনে তাকে সাবধান করেছেন স্পিকার এম বিড়লা।
ব্যাপারটা মোটেও শোভনীয় নয় এমনই মনে করেন স্পিকার এম বিড়লা, সেকারণে তাঁকে সতর্ক করেছেন । এইদিন লোকসভার স্পিকার এম বিড়লা তিনি মহুয়াকে নিজের মন্তব্য নিয়ে সংযত থাকার পরামর্শ দিয়েছেন কারন অধিবেশনে বিরোধিদের একাধিক বার মাত্রাছাড়া আক্রমন করেছেন মহুয়া। আর সেটা এক বার নয় অনেক বার , সংসদে কোনও রকম মাত্রাজ্ঞানহীন মন্তব্য করা চল্ে না তা অনুচিত সেই কারনেই তাকে সতর্ক করা হয়েছে ।মহুয়া প্রথমবার সংসদে হয়েছেন বলে হয়তো ভুল হয়েছে, এখন এমনটাই মনে করছেন লোকসভার স্পিকার এম বিড়লা, আর তাতে বেশ সাবধান করার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মহুয়া মৈত্রকে সংসদের আচরণ বিধি নিয়ে পরিচিত করানোর পরামর্শ দিয়েছেন স্পিকার।
মহহুয়া একজন সক্রিয় সাংসদ বলে মনে করেন অনেকেই তিনি যে ভাবে সব বিষয় তুলে ধরেন আমাদের সামনে তা অত্যন্ত গুরুত্বপূর্ন। আর স্পিকারের বক্তব্য মহুয়ার কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন সুদীপ। প্রসংত এর আগেও অনেক বার মহুয়ার বক্তব্য এবং তার সোজাসাপ্টা কথা ফেসবুক এবং অন্যন্য সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে মনে হয়েছে যে মহুয়া বেশ সাহসী । আর একজন মহিলা সাংসদ হয়েও তার এই আচরন বেশ নজর কেড়েছে অনেকের ।