সোনামুখীতে BJP কর্মীদের ওপর তৃণমূলী হামলা! আহত ৭, রাতেই হাসপাতালে ছুটে গেলেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর ভোটের মাঝেই ফের উত্তপ্ত বাংলা। ঘটনাস্থল সোনামুখী (Bishnupur Sonamukhi)। অভিযোগ, সোমবার সোনামুখী বিধানসভার শীতলজোড় গ্রামে ভারতীয় জনতা পার্টির (BJP) কর্মীদের উপর হামলা চালায় তৃণমূলী (TMC) দুষ্কৃতীরা। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত গোটা এলাকা।

ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই আহত কর্মীদের দেখতে পৌঁছে যান বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ (Soumita Khan)। সঙ্গে ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। শাসকদলের আশ্রিত দুষ্কৃতীবাহিনীর হামলায় বিজেপির একাধিক কর্মী গুরুতর জখম হয়েছেন। সূত্রের খবর, তিনজন মহিলা-সহ সাতজন বিজেপি নেতাকর্মী আহত হয়েছেন।

রাতেই আহতদের দ্রুত হাসপাতালে ভর্তির করার ব্যবস্থা করেন সৌমিত্রবাবু। তাদের পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন। বর্তমানে সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকলে। গোটা ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন বিষ্ণুপুরের সাংসদ।

পুলিশ সূত্রে খবর, দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। গোটা ঘটনায় ১২ জন আহত হয়েছে। বিজেপির অভিযোগ, বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রের অন্তর্গত সোনামুখী ব্লকে বিজেপি কর্মী সমর্থকেরা গ্রামের দেওয়ালে সাদা চুনের প্রলেপ দেয়। এই নিয়েই রাতের অন্ধকারে তাদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

tmc and bjp flags

আরও পড়ুন: ১২% সুদ সহ ফেরাতে হবে বেতন! এক এক জন চাকরিহারাকে কত টাকা দিতে হবে জানেন?

অভিযোগ, লাঠিসোটা ও টাঙি নিয়ে বিজেপি কর্মীদের মারধর চলে। আহতদের মধ্যে একজন বিজেপি নেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোনামুখী গ্রামীণ হাসপাতাল থেকে বাঁকুড়া সম্মিলনী ও মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। পাল্টা তাদের দাবি, বিজেপির দুষ্কৃতীরাই তাদের কর্মী-সমর্থককে ওপর হামলা চালায়। সোমবারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর