বাংলা হান্ট ডেস্কঃ সব ওলোটপালোট! লোকসভা ভোটের (Loksabha Election) গণনার শুরু। আর এই মুহূর্তে প্রাথমিক ট্রেন্ডে যা দেখা যাচ্ছে তাতে বারাণসীতে পিছিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের সমস্ত এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা বলেছিল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে মোদী (Narendra Modi)। তবে সেই হ্যাট্রিকের স্বপ্ন কী ভঙ্গ হবে নমোর?
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র বারাণসীতে (Varanasi) বেশ অনেকটা পিছিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬০০০-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন মোদী। ওদিকে মোদী গড়ে এগিয়ে কংগ্রেসের অজয় রাই। কং প্রার্থী দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে। ওদিকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে পিছিয়ে বিজেপি। উত্তরপ্রদেশে ৩৩ আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে বাকি ৪৭ অর্থাৎ অনেক বেশি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট।
বুথ ফেরত সমীক্ষা বলছিল, নরেন্দ্র মোদীর ৪০০ আসন পারের লক্ষ্যপূরণ না হলেও ৩৫০-র বেশি আসন পেয়ে এনডিএ (NDA) যে ক্ষমতায় আসবে। তবে এদিন ভোট গণনার শুরুতেই বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।
আরও পড়ুন: দেবাংশুকে টেক্কা দিয়ে তমলুকে এগিয়ে অভিজিৎ, রচনাকে পিছনে ফেললেন লকেট! রইল তাজা আপডেট
মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনা শুরুর প্রথম এক ঘণ্টায় চমকপ্রদ রিপোর্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। তথ্য অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ এগিয়ে ২৪৪টি আসনে। অন্যদিকে বিরোধী মহাজোট ইন্ডিয়া জোটও ২৪৪টি আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে ১২টি আসনে।