১৭ বছরের শৈলী গড়ল ইতিহাস, অলিম্পিকের পর ফের অ্যাথলেটিক্সে পদক জয় ভারতের

বাংলা হান্ট ডেস্কঃ টোকিও অলিম্পিকের পর নাইরোবিতে আয়োজিত অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ভারতকে গর্বিত করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ইতিমধ্যেই নাইরোবিতে তিনটি পদক জিতে নিয়েছে ভারতীয় দল। এর আগে ৪×৪০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জ পদক লাভ করেছিল ভারত। এছাড়া ১০ হাজার মিটার হাঁটার প্রতিযোগিতাতেও রৌপ্যপদক জিতে নিয়েছিলেন অমিত খাত্রি৷ এবার লং জাম্পেও ভারতের নাম উজ্জ্বল করলেন ঝাঁসির বাসিন্দা শৈলী সিং।

লং জাম্প প্রতিযোগিতায় মাত্র এক সেন্টিমিটারের জন্য স্বর্ণপদক হাতছাড়া হলেও অঞ্জু ববি জর্জ অ্যাকাডেমির এই ছাত্রী পদক তালিকায় নিজের নাম তুলতে কোন ভুল করেননি। ৬.৫৯ মিটার লাফ দিয়ে রৌপ্য পদক জিতে গোটা ভারতকে গর্বিত করেছেন তিনি। প্রসঙ্গত শুক্রবার কোয়ালিফিকেশন রাউন্ডে ৬.৪০ মিটার লাফ দিয়েই শৈলী বুঝিয়ে দিয়েছিলেন এই খেলায় পদকের দাবিদার তিনি। মাত্র এক সেন্টিমিটারের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে ঠিকই তবে এই লং জাম্পার নতুন করে আশা জাগিয়ে দিতে পেরেছেন অনেকের ভিতরেই। আগামী দিনে এখন অলিম্পিক পদকের স্বপ্ন দেখাচ্ছেন শৈলী।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রতিযোগিতায় লং জাম্পে ৬.৬০ মিটার লাফিয়ে স্বর্ণপদক জয় করে নেন সুইডেনের ১৮ বছর বয়সী অ্যাথলিট মাজা আসাগ। তার একেবারেই কাছাকাছি ছিলেন ১৭ বছরের শৈলী। তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা শৈলীর মায়ের। মূলত কাপড় সেলাই করে দিন গুজরান করেন তিনি। কিন্তু মেয়ের চোখে পদকের স্বপ্ন এঁকে দিতে কোন ত্রুটি রাখেননি এই মা। শৈলীকে ইতিমধ্যেই আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের অন্যতম তারকা হিসেবে দেখতে শুরু করেছেন অনেকে।

তার ট্রেনিং শুরু হয় ব্যাঙ্গালোরের বিখ্যাত লং জাম্পার অঞ্জু ববি জর্জের অ্যাকাডেমিতে। অঞ্জুর স্বামী ববি জর্জের কোচিংয়েই তৈরি হচ্ছেন শৈলী। শুধু অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নয়, গত জুন মাসেই জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপেও পদক জিতে নিয়েছেন তিনি। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা শৈলী এখন হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর