ভারতের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী কে? অধিকাংশ মানুষই ভুল উত্তর দেবেন!

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। তাই রাজনীতির স্থান ভারতবর্ষে সব সময় চোখে পড়ার মতো। বিভিন্ন ক্ষেত্রের মতো রাজনীতি ক্ষেত্রেও বহু ব্যক্তিত্ব রয়েছেন যারা বিভিন্ন রেকর্ড সৃষ্টি করেছেন। অনেকেই চান বেশি দিন ধরে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী চেয়ারে বসে নজির সৃষ্টি করতে।

কিন্তু এসব কিছুই নির্ভর করে জনতার ভোটের উপর। এই অবস্থায় যদি আপনাকে কেউ প্রশ্ন করে ভারতে কোন মুখ্যমন্ত্রী (Chief Minister) সব থেকে বেশি দিন শাসন করেছেন তাহলে আপনার উত্তর কী হবে? বহু মানুষ এই প্রশ্নের উত্তরে বলবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম। কিন্তু সম্প্রতি একটি তথ্য বলছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জ্যোতি বসুকে ছাড়িয়ে গিয়েছেন।

জ্যোতি বসুর থেকেও বেশিদিন ক্ষমতায় রয়েছেন উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কিন্তু নবীন পট্টনায়কের উপরেও কি কেউ রয়েছেন?
এর উত্তর হল হ্যাঁ। নবীন পট্টনায়কের উপরেও এমন একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি নবীন পট্টনায়কের থেকেও বেশি দিন ধরে ক্ষমতায় ছিলেন। সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর কুরসিতে যিনি বসেছেন তার নাম হল পবন কুমার চামলিং।

২৪ বছর ১৬৬ দিন পবন কুমার (Pawan Kumar Chamling) সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন। অন্যদিকে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) শাসনকাল ২৩ বছর ১৪০ দিনে পড়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। বামফ্রন্ট সরকারের সময়কালে জ্যোতি বসু (Jyoti Basu) মুখ্যমন্ত্রীর পদে বসেন।

জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ২৩ বছর ১৩৭ দিন শাসন করেছেন। ১৯৭৭ সালের ২১ জুন জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য শপথ নেন। এরপর একটানা পাঁচ বারের জন্য তিনি বামফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হন। বার্ধক্য জনিত কারণে জ্যোতি বসু ২০০০ সালের ৬ নভেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

chamling 20190513 630 630

উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন ২০০০ সালের ৫ মার্চ। এখনও পর্যন্ত তিনি সেই ক্ষমতায় রয়েছেন। ১৯৯৪ সালে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন দেশের সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকা পবন কুমার চামলিং (Pawan Kumar Chamling)। ২০১৯ সাল পর্যন্ত তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর