কৃষক নেতাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি! পালাতে পারবে না দেশ ছেড়ে

বাংলা হান্ট ডেস্কঃ ট্রাক্টর প্যারেডে হওয়া হিংসা নিয়ে দিল্লী পুলিশের অ্যাকশন জারি। বৃহস্পতিবার ২০ জন কৃষক নেতাকে নোটিশ পাঠানো হয়েছে। গণতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর প্যারেডে হওয়ার হিংসায় আহত পুলিশ কর্মীদের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আরেকদিকে, এই হিংসায় যেই নেতাদের নামে FIR দায়ের হয়েছে, তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এছাড়াও লুক আউট নোটিশ জারি করা হয়েছে হিংসার উস্কানি দেওয়ায় অভিযুক্ত দীপ সিধুর বিরুদ্ধেও।

ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত আত্মসমর্পণ করবেন না বলে জানিয়ে দিয়েছে। উনি বলেছেন, আমি অপরাধী না, আমি স্যারেন্ডার করব না। এর আগে খবর পাওয়া যাচ্ছিল যে, গাজীপুর বর্ডার থেকে রাকেশ টিকাইত স্যারেন্ডার করতে পারেন। তবে আজ বিকেলে টিকাইত বলেন, ‘কৃষকদের আন্দোলন জারি থাকবে। লাল কেল্লায় কারা হিংসা ছড়িয়েছে সেটির তদন্ত সুপ্রিম কোর্টের অধীনে করা হোক।”

টিকাইত বলেন, আমাদের সাথে প্রতারণা হয়েছে, একটি সম্প্রদায়কে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। উনি বলেন, তিরঙ্গার অপমান করা ভুল, দীপ সিধু এর সাথে যুক্ত আছে, সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্ত করুক।

দিল্লী পুলিশের কমিশনার এস.এন শ্রীবাস্তব পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা জারি করেছেন। তিনি বলেছেন, ‘আগামী কয়েকদিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে আমাদের সতর্ক থাকা খুব জরুরী। কৃষক আন্দোলনের নামে হওয়া হিংসায় আমাদের ৩৯৪ জন সঙ্গী আহত হয়েছে। কয়েকজন ICU তে ভর্তি। ভেবেচিন্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। আমরা ধৈর্য আর অনুশাসন বজায় রাখব।”


Koushik Dutta

সম্পর্কিত খবর