বাংলাহান্ট ডেস্ক: স্পষ্টবাদী বলে সঙ্গীত জগতে পরিচিত গায়িকা লোপামুদ্রা মিত্র (lopamudra mitra)। রাখঢাক না করে সোজা কথাটা সোজা ভাবে বলতেই পছন্দ করেন তিনি। রাজনীতি নিয়েও তাঁর সম্যক জ্ঞান রয়েছে। ছোট থেকে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী পরিবারে বড় হয়ে উঠেছেন লোপামুদ্রা। তাই বলে এই বিশ্বাস তাঁকে অন্ধ করে দেয়নি। এখনো জোর গলায় বামপন্থীদের সমালোচনা করতে পারেন গায়িকা। আর সেখান থেকেই তাঁর মত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) প্রকৃত বামপন্থী।
আনন্দবাজার অনলাইনে লোপামুদ্রার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ধরনে পশ্চিমবঙ্গ থেকে বামপন্থাটা ছিনিয়ে নিয়েছেন। যে জন্য এখন নির্বাচনে এই দুর্দশা লাল শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রকৃত রূপে বামপন্থী বলে প্রতিষ্ঠা করেছেন। তাই নির্বাচনে লাল শিবিরের এই ভরাডুবি। তবে এটা যে হবেই তা আগে থেকেই জানতেন লোপামুদ্রা।
একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউড প্রায় ফাঁকা করে তারকারা গিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল ও বিজেপিতে। তারকাদের রাজনীতি যোগ নতুন বিষয় নয়, কিন্তু গত নির্বাচনে যেন হিড়িক উঠেছিল রাজনীতিতে আসার। যারা যোগ দিয়েছিলেন বেশিভাগই একেবারেই আনকোড়া। ফলে টিকিট পেয়েও জিততে পারেননি অনেকেই।
লোপামুদ্রার রাজনীতি নিয়ে জ্ঞান আছে। তিনি কি কখনো আসবেন এই জগতে? গায়িকার উত্তর, না। কারণ রাজনীতিতে স্বচ্ছতা নেই। আর তিনি স্বচ্ছ ভাবেই থাকতে চান। এ বিষয়ে একটি ঘটনার কথাও উল্লেখ করেন লোপামুদ্রা।
বামপন্থীরা ছিল কম্পিউটার বিরোধী। কিন্তু তা তো রোখা যায়নি। সেই তো কথায় ও কাজে পার্থক্য থেকেই যাচ্ছে। লোপামুদ্রার এমনটা পছন্দ নয়। তিনি মানুষের মাঝে থাকতে চান, কিন্তু সেটা সক্রিয় রাজনীতিতে এসে নয়। নিজের গান নিয়েই ভাল আছেন লোপামুদ্রা মিত্র।