হিসেব পাওয়া গেলো তিরুপতি মন্দিরের সম্পত্তির, ৮৫ হাজার ৭০৫ কোটির অধিপতি ভগবান ভেঙ্কটেশ্বর

বাংলাহান্ট ডেস্ক : ভারতের তিরুপতি মন্দির সারা পৃথিবীর মধ্যে অন্যতম ধনী ধর্মীয় স্থান। এই মন্দিরকে ঘিরে মানুষের উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো। প্রতিবছর সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন ভগবান ভেঙ্কটেশ্বরকে দর্শন করতে। পৃথিবীর নানা প্রান্ত থেকে এই মন্দিরে ভক্তরা পাঠান মোটা অংকের প্রণামী। তাছাড়াও এই মন্দির দর্শন করতে আসা পুণ্যার্থীরা নিজেদের সাধ্যমত উজার করে দেন তাদের ভগবানের প্রতি।

সম্প্রতি এই মন্দিরের সম্পত্তির হিসাব সামনে এসেছে। একটি রিপোর্টের মাধ্যমে এই মন্দিরের সম্পত্তির খতিয়ান পেশ করেছে অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের পরিচালন পর্ষদ ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) । সেই তথ্য থেকে জানা গেছে বর্তমানে তিরুপতি মন্দিরের সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার ৭০৫ কোটি টাকা!

টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি এই প্রসঙ্গে জানিয়েছেন, সারা ভারতবর্ষ জুড়ে মোট ৯৬০ টি সম্পত্তি রয়েছে মন্দির পরিষদের। এর মোট মূল্য প্রায় ৮৫ হাজার ৭০৫ কোটি টাকা।
পাশাপাশি ওয়াইভি সুব্বা রেড্ডি আরও জানান, ১৯৭৪ থাকে ২০১৪ সালের মধ্যে ১১৩টি সম্পত্তি টিটিডির বিভিন্ন অছি পরিষদ বিক্রয় করেছে।

সম্পত্তির হিসাব প্রকাশ করতে গিয়ে টিটিডি চেয়ারম্যানের বলেছেন, রাজ্য সরকারের নিয়ম মেনে প্রতিবছর অছি পরিষদ সম্পত্তির হিসাব প্রকাশ করে আসছে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য সম্পত্তি বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করা হলো। মন্দিরের সম্পত্তি সংক্রান্ত শ্বেতপত্র টিটিডির ওয়েবসাইটে উপলব্ধ থাকবে।

মন্দির পরিষদের পক্ষ থেকে প্রকাশ করা শ্বেতপত্রে জানা গেছে সারাদেশে বিভিন্ন ব্যাংকে ১৪ হাজার কোটিরও বেশি ‘ফিক্সড ডিপোজিট’ রয়েছে মন্দিরের নামে। এরই সাথে জানা গেছে মন্দির কর্তৃপক্ষের কাছে মজুত রয়েছে প্রায় ১৪ টন সোনা।

jpg 20220925 193411 0000

উল্লেখ্য, ১৯৩২ সালে টিটিডির স্থাপনা হয়। টিটিডি-র প্রধান কার্যালয় তিরুপতিতে কাজ করেন প্রায় ১৬ হাজার কর্মী। প্রতিবছর সারা পৃথিবী থেকে এই মন্দিরে ভক্ত সমাগম হয়। মন্দিরের পক্ষ থেকে প্রকাশিত সম্পত্তির হিসেব দেখে এখন রীতিমত কপালে চোখ তুলছেন বহু মানুষ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর