অমিত সরকার : ইজরায়েল এই বছরের ফেব্রুয়ারিতে ভারতের মতো চাঁদ মিশন চালু করেছিল। তাঁর স্পেসক্রাফ্ট এপ্রিলে চন্দ্র পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল। তবে অবতরণের শেষ মুহুর্তে ভারতের মতোই ইজরায়েলের ল্যান্ডারও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভারত ল্যান্ডারের সাথে সাথে অর্বিটারও পাঠিয়ে ছিল। যা সক্রিয় ভাবে কাজ করছে এবং সাড়ে ৭ বছর ধরে কাজ করতে থাকবে। এই অর্বিটার চাঁদের বিভিন্ন ছবি ভারতকে প্রেরণ করতে থাকবে। এই অর্বিটার থাকার জন্য ভারত হারিয়ে যাওয়া ল্যান্ডারকে খুঁজে পেয়েছে। ভারতের বিজ্ঞানীরা এখন ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। ভারতের চন্দ্রযান-২ মিশন ৯৫% সফল হয়েছে। ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ স্থাপন হলে মিশন ১০০% সফল হবে।
ইজরায়েলের লান্ডারের নাম ছিল ব্যারিসিট, সেই লান্ডার সম্ভবত ক্র্যাশ ল্যান্ডিং করেছিল বলে ধারণা করা হয়েছে। এখন যেহেতু চন্দ্রের চারিদিকে ভারতের অর্বিটার ঘুরছে তাই ইজরায়েল ভারতের থেকে তদের ল্যান্ডার খুঁজতে সাহায্য চেয়েছে। ISRO এ কাজে ইজরায়েলকে সাহায্য করবে।