বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেল (indian railway) ব্যবস্থায় শুধু ট্রেনই দেরি করে না খোয়া জিনিস ফেরত পেতেও দেরি হয়। কিন্তু কত দিন? ১-২ মাসের মধ্যে খোয়া যাওয়া জিনিস উদ্ধার না হলে তা পাওয়ার কোনো আশাই থাকে না। কিন্তু যদি আপনাকে ১৪ বছর পর ফোন করে বলা হয় আপনার খোয়া যাওয়া মানিব্যাগ পুরো টাকা সমেত উদ্ধার হয়েছে? বিশ্বাস করবেন? এমনটাই ঘটেছে মুম্বাইয়ের এক ব্যক্তির সাথে।
২০০৬ সালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেল টার্মিনাল থেকে পানভেল যাওয়ার লোকাল ট্রেনে খোয়া যায় হেমন্ত পেহেলকর নামের ঐ ব্যক্তির মানিব্যাগ। তিনি সাথে সাথে সংশ্লিষ্ট জিআইপি অফিসে অভিযোগ দায়ের করেন৷ কিন্তু সেই মানিব্যাগের কোনো হদিস পাওয়া যায় নি।
এই বছর এপ্রিল মাসে জি আর পি এর তরফ থেকে হেমন্ত পেহেলকরকে ফোন করে বলা হয় তার মানিব্যাগটি উদ্ধার করা গিয়েছে। শুধু মানিব্যাগ নয়, মানিব্যাগে থাকা ৯০০ টাকাও উদ্ধার হয়েছে। কিন্তু লকডাউন থাকার কারনে এতদিন হেমন্ত সেই মানিব্যাগটি ফেরত নিতে যেতে পারেন নি।
হেমন্ত জানিয়েছেন, তার মানিব্যাগে ছিল একটি পুরোনো ৫০০ টাকার নোট যেটি নোট বন্দীর সময় বন্ধ হয়ে গিয়েছে৷ জি আরপির তরফ থেকে ১০০ টাকা স্ট্যাম্প ফি বাবদ কেটে নিয়ে হেমন্তকে ৩০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। পুরোনো ৫০০ টাকার নোটটি কয়েকদিনের মধ্যেই বদল করে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। জি আর পি সূত্রে জানা যাচ্ছে, এই বছর এপ্রিল মাসে পকেটমার ধরা পড়ায় মানিব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়েছে।