১ ডিসেম্বর থেকে বদলে গেল একাধিক নিয়ম, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার জীবনে

বাংলা হান্ট ডেস্কঃ নতুন মাস শুরু হতেই কিছু নতুন পরিবর্তন হতে দেখা যায়। সেরকমই ২০২১ সালের শেষ মাসে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। যেখানে একদিকে যেমন বদলাতে চলেছে স্টেট ব‍্যাঙ্কের কিছু নিয়ম, আবার বাড়ছে গ‍্যাসের দামও। যদি সেই পরিবর্তনগুলো আগে থাকতে আপনি না জেনে থাকেন, তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও। জেনে নিন-

the price of lpg cylinder increased again form 1st july

গ‍্যাস সিলিন্ডার- ১ লা ডিসেম্বর থেকে বেড়ে যাচ্ছে বাণিজ্যিক গ‍্যাস সিলিন্ডারের দাম। তবে রান্নার গ‍্যাসের দাম না বৃদ্ধি পাওয়ায়, কিছুটা হলেও স্বস্তিতে মধ‍্যবিত্ত। ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে ২ হাজার ১৭৭ টাকা। তবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম রয়েছে ৯২৬ টাকা।

money indian rupee

হোম লোন- এলআইসি হাউজিং থেকে গৃহ ঋণ নিয়ে যারা বাড়ি তৈরি করেছেন, তাঁদের জন্য রয়েছে দুঃসংবাদ। উৎসবের মরশুমে বেশিরভাগ ব্যাঙ্কই কম সুদের হার এবং শূন্য প্রসেসিং ফি-র অফার দিয়ে থাকে লোনগ্রহীতাদের। তবে এবার এই সময় শেষ হয়ে গিয়েছে। আর ১ লা ডিসেম্বর থেকেই আবার আগের শর্তে ফিরছে।

pan aadhar link 1

UAN অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা- ১ লা ডিসেম্বর থেকেই বন্ধ হচ্ছে UAN অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া। ফলে PF অ্যাকাউন্ট হোল্ডাররা কিছুটা সমস্যায় পড়তে পারেন।

f13a7a0d294639e29c02eff332329e2a original

SBI ক্রেডিট কার্ড- এই মাস থেকেই বাড়তে চলেছে SBI ক্রেডিট কার্ড ব‍্যবহাকারীদের খরচ। ১ লা ডিসেম্বর থেকেই EMI পদ্ধতিতে কেনাকাটার সময় SBI ক্রেডিট কার্ড ব‍্যবহাকারীদের কিছুটা বেশি খরচ হতে পারে। যুক্ত হচ্ছে প্রসেসিং ফি। যার কারণেই কার্ড ব‍্যবহাকারীদের দিতে হবে বেশি খরচ। দিতে হবে প্রায় ৯৯ টাকা বেশি।


Smita Hari

সম্পর্কিত খবর