ছিলেন বাস চালক, হলেন কোটিপতি! বাঁকুড়ার মনোজের ভাগ্য ঘুরিয়ে দিল ৬০ টাকার লটারি

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে “রাখে হরি, মারে কে”, আর এই চিরসত্যই যেন ফের একবার প্রত্যক্ষ করলেন বাঁকুড়া (Bankura) জেলার কোতুলপুর থানার অন্তর্গত লাউ গ্রামের বাসিন্দা মনোজ রায়। পেশাগত ভাবে বাস চালক মনোজের অভাবের সংসারে কোনোমতে হত দিন গুজরান। বাস চালিয়ে প্রতিদিন তিনি নিরাপদে যাত্রীদের পৌঁছে দিতেন গন্তব্যে।

তবে, এবার মনোজের ভাগ্য ঘুরে গেল। ভাগ্যের জেরে রাতারাতি বাস চালক থেকে কোটিপতি হয়ে গেলেন ওই যুবক। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মঙ্গলবার বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে কোতুলপুর আসার পথে বিষ্ণুপুর নার্সিংহোম মোড়ে ৬০ টাকা দিয়ে নাগাল্যান্ড স্টেটের রাত্রি আটটার ডিয়ার লটারির একটি টিকিট কাটেন মনোজ।

এদিকে, সারাদিনের পরিশ্রমের পর টিকিটটি না মিলিয়ে রাতে ঘুমিয়ে পড়েন তিনি। এমনকি, সকালে উঠে বাস নিয়ে মনোজ বেরিয়ে পড়েন গন্তব্যে। তবে, বিষ্ণুপুরে এসে লটারির টিকিটটি মিলিয়ে দেখতেই চমকে ওঠেন তিনি। কারণ, ওই টিকিটেই বাজিমাত করে ফেলেন মনোজ। সেই সঙ্গে তিনি হয়ে যান লটারির প্রথম পুরস্কার তথা কোটি টাকার মালিক।

তবে, পুরো বিষয়টি বুঝতে পেরে সেখানে কাউকে কিছু না জানিয়ে তিনি ঠান্ডা মাথায় বাড়িতে আসেন। যদিও, এই বিপুল টাকা জিতে আতঙ্কিত হয়ে পড়েন মনোজ। অবশেষে নিরাপত্তার কথা ভেবে তিনি কোতুলপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানান। তারপরেই মনোজের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করে পুলিশ।

whatsapp image 2023 04 07 at 7.33.09 pm (1)

প্রসঙ্গত উল্লেখ্য যে, মনোজের বাড়িতে তাঁর বাবা-মা, স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৪ বছর যাবৎ বাস চালাচ্ছেন মনোজ। তবে, এবার ভাগ্য সহায় হয়ে কোটিপতি হয়েছেন তিনি। এদিকে, মনোজ জানিয়েছেন, তাঁর ঘর-বাড়ির অবস্থা ভালো নয়। তাই, একটি বাড়ি বানিয়ে পরিবারের সবার সাথে নিশ্চিন্তে দিন কাটাতে চান তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর