বাংলা হান্ট ডেস্ক: এবার রেশনগ্রাহকদের (Ration Cardholder) জন্য রয়েছে দারুণ সুখবর। এমতাবস্থায়, আপনারও যদি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে সরকার আপনাকে আগামী জানুয়ারি মাসে নগদ হাজার টাকা দেবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার ছাড়াও রাজ্য সরকারও দরিদ্র মানুষদের সুবিধার্থে একাধিক প্রকল্পের পরিচালনা করে। এমতাবস্থায়, চলুন জেনে নিই কোন রাজ্যের বাসিন্দারা এই বিশেষ সুবিধা পেতে চলেছেন।
তামিলনাড়ু সরকার দেবে টাকা: ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার এই অর্থ রাজ্যের বাসিন্দাদের দেওয়ার ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আগামী মাসে পোঙ্গল উৎসব উপলক্ষ্যে রেশনগ্রাহকদের হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন যে, আগামী মাসে পোঙ্গল উপলক্ষ্যে তিনি রেশন কার্ডধারীদের ১,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রতি বছর পোঙ্গল উপলক্ষ্যে দরিদ্রদের কিছু অর্থ সাহায্য করে। সেই সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয় চাল, চিনির মতো খাদ্যদ্রব্যও।
এক কেজি চাল ও চিনি পাওয়া যাবে: এই প্রসঙ্গে প্রাপ্ত একটি সরকারি বিবৃতি অনুসারে জানা গিয়েছে, ১,০০০ টাকা দেওয়ার পাশাপাশি সমস্ত রেশনগ্রাহকদের উপহার হিসেবে চাল দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই নির্দেশটি শ্রীলঙ্কার পুনর্বাসন শিবিরে বসবাসকারী পরিবারগুলির জন্যও প্রযোজ্য হবে। সরকারি বিবৃতি অনুযায়ী, এক কেজি চাল ও এক কেজি চিনিও দেওয়া হবে গ্রাহকদের।
২ জানুয়ারি থেকে শুরু হবে অর্থ বিতরণ: সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ২.১৯ কোটি রেশন কার্ড হোল্ডার উপকৃত হবেন। পাশাপাশি, এর জেরে প্রায় ২,৩৫৬.৫৭ কোটি টাকার চাপ আসবে। উল্লেখ্য যে, স্টালিন আগামী ২ জানুয়ারি তামিলনাড়ুতে পোঙ্গল উপহার প্রকল্প চালু করবেন। পাশাপাশি, আগামী ১৫ জানুয়ারি এই উৎসব সম্পন্ন হবে।
এর আগেও রাজ্য সরকার টাকা দিয়েছে: ২০১৫ সালে, রাজ্য সরকার উপহার হিসেবে ব্যাগ দিয়েছিল। পাশাপাশি, ২০১৯ সালে রাজ্যের দরিদ্রদের ১,০০০ টাকা ও ২০২০ এবং ২০২১ সালে ২,৫০০ টাকা প্রদান করা হয়। রাজ্যের সমস্ত মানুষ যাতে আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারেন সেজন্যই সরকার এই অর্থ প্রদান করে। সেই সঙ্গে ধান, আখ, চিনিও উপহার দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই রেওয়াজ প্রথম ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল। সেই সময় রাজ্য সরকার এক কেজি কাঁচা চাল এবং এক কেজি চিনি সহ নগদ ১০০ টাকা দিয়েছিল।