ধর্মীয় স্থানে স্পিকার এবং হোলির ডিজে নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর! জারি একগুচ্ছ নির্দেশিকা

বাংলাহান্ট ডেস্ক : আজ রঙের উৎসব (Holi 2025), দোলযাত্রা। আর রঙের উৎসবকে কেন্দ্র করে আট থেকে আশি সবাই মেতে ওঠেন খুশির আনন্দে। নানান জায়গায় রং খেলা থেকে শুরু করে মাইক বাজিয়ে নাচ গান সবকিছুই চলে দিনভর। তবে, বহু জায়গায় উচ্চস্বরে মাইক বাজানোর জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এবার আমজনতার সুবিধার্থে কড়া ব্যবস্থা নেওয়া হল প্রশাসনের তরফে।

হোলির (Holi 2025) উৎসবে নির্দেশিকা জারি

ইতিমধ্যেই ধর্মস্থানে লাউডস্পিকার ও হোলির সেলিব্রেশনের সময় হাই ভলিউমে ডিজে বাজানো নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে সরকারি কর্তাদের সঙ্গে হোলির (Holi 2025) আগেই আলোচনাও সেরে ফেলা হয়। আর সেই আলোচনাতেই উঠে আসে নয়া নির্দেশিকাগুলি।

আরও পড়ুন : পাঁচ মিনিটের মধ্যে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে FIR করুন! বিরাট নির্দেশ হাইকোর্টের, তোলপাড়

হোলি (Holi 2025) উপলক্ষে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর তরফে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। ব্যাঙ্ক, দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে অসৎ পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি উঠে এসেছে আলোচনায়।

আরও পড়ুন : ‘উল্টো করে ঝোলানো উচিত’! ফের বিস্ফোরক দিলীপ ঘোষ! পাল্টা কুণাল বললেন, ‘উনি আসলে…’!

তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এসব নির্দেশিকা জারি হয়েছে যোগী রাজ্য উত্তর প্রদেশে (Uttar Pradesh)। যোগীর রাজ্যেই হোলির শোভাযাত্রা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা এড়াতে গত বছরের মত এই বছরেও শাহজাহানপুর, আলিগড়ের একাধিক মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই রংয়ের উৎসবে নিরবিচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিত করার উপরেও তিনি জোর দেন।

যোগীর (Yogi Adityanath) সাথে প্রশাসনিক কর্তাদের বৈঠকে উঠে আসে গবাদি পশু পাচারকারী, স্মাগলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে প্রত্যেক থানা এলাকার সবচেয়ে কুখ্যাত দশ জন অপরাধীকে চিহ্নিত করার বিষয়টিও। বিশেষত, উত্তরপ্রদেশে গরু পাচার সম্পূর্ণ বন্ধ হয়েছে কি না, সেই বিষয়টি পর্যালোচনা করার জন্য জোর দেওয়া হয় মুখ্যমন্ত্রী পক্ষ থেকে।

 loudspeaker and dj rules in holi 2025.

শুধু তাই নয়, গমের ক্রয়কেন্দ্রে কৃষকদের বসার যথাযথ বন্দোবস্ত, তাদের সস্তায় খাবার ও নিখরচায় পানীয় জল সরবরাহ, বারাণসী জেলার কর্মরতা মহিলাদের জন্য হস্টেল এবং ন্যায্য মূল্যের ক্যান্টিন চালু করতে বলেছেন তিনি। নির্মীয়মাণ প্রকল্পগুলির নজরদারিতে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন যোগী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর