নাবালিকাকে হিন্দু মেয়েকে বিয়েতে চাপ, না করলে টুকরো টুকরো করার হুমকি! পুলিসের জালে মহম্মদ ফৈজ

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের প্রস্তাবে না বলেছিল নাবালিকা। আর সেই ‘অপরাধের’ প্রতিশোধ নিতে ওই নাবালিকাকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) কানপুর (Kanpore)জেলায়। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস।

পুলিস সূত্রে জানা যাচ্ছে, ১৭ বছরের এক নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ১৭ বছরের ওই কিশোরী। তারপরই ওই কিশোরীকে অভিযুক্ত অভিযোগ দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই অভিযুক্ত প্রতিদিন ওই নাবালিকাকে তার স্কুলের রাস্তায় পিছু নিত। তাকে হেনস্থাও করত। অভিযুক্তের নাম মহম্মদ ফইজ। অভিযোগ, সে যখন ওই নাবালিকাকে বার বার উত্যক্ত করতে থাকে, বিয়ের জন্য চাপ দিতে থাকে,তখন ওই নাবালিকা অভিযুক্তের প্রস্তাবে রাজি হওয়ার বদলে বারবারই তার প্রস্তাব ফিরিয়ে দেয়।

অভিযোগ, তারপরই আক্রোশে ওই নাবালিকাকে কেটে টুকরো করে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। সে হুমকি দিয়ে বলে, ‘আমার সাথে যদি বিয়ে না হয়, তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলব।’ ওই নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত মহম্মদ ফইজ স্কুলের পথে তাদের মেয়েকে অনুসরণ করত। প্রতি নিয়ত তাকে হেনস্তা করত। পুলিসকে তারা এঘটনার কথা জানাও। মহম্মদ ফইজের কাউন্সেলিং করারও চেষ্টা করা হয়। কিন্তু ওই নাবালিকাকে উত্যক্ত করা বন্ধ করেনি ফইজ।

এই পরিস্থিতিতে উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ জানায় ওই নাবালিকার পরিবার। মহম্মদ ফইজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাঁদের মেয়ের প্রাণের ঝুঁকির কথা জানায় পুলিসকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে চমন গঞ্জে অভিযুক্ত মহম্মদ ফইজের বাড়িতে তল্লাশিতে যায় পুলিস। ফইজ তখন বাড়িতেই ছিল। পুলিস পৌঁছতেই তল্লাশিতে বাধা দেয় ফইজের পরিবার। পুলিসের সঙ্গে বাগবিতণ্ডা বাধে। অবশেষে অভিযুক্ত মহম্মদ ফইজকে গ্রেফতার করে পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিস সূত্রে খবর।


Sudipto

সম্পর্কিত খবর