বাংলাহান্ট ডেস্ক : আদ্যোপান্ত রাজনীতিবিদ তিনি। সৌম্যদর্শন, তুখোড় বুদ্ধি আর সেই সঙ্গে বিপক্ষকে ঘায়েল করতে অসাধারণ বক্তব্য-সব মিলিয়েই বঙ্গ রাজনীতির অন্দরে এক আলোচিত নাম। বাড়িতে আছেন সুন্দরী স্ত্রী আর দুই সন্তান। তবুও তার প্রেমে মুগ্ধ বহু তরুণী। তার রাজনৈতিক ক্যারিশ্মার কাছে মূর্ছা যান হাজার হাজার বঙ্গতনয়া। বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে ? আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।
বঙ্গের আনাচে কানাচে কান পাতলেই বোঝা যায়, বহু নারীই অভিষেকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিন্তু, এই তৃণমূল নেতা কী ব্যক্তিজীবনে আদৌ রঙিন ? মুখ্যমন্ত্রীর এই ভাইপো কী আদৌ নিজে কোনওসময়ে প্রেমে পড়েছিলেন? কাউকে দেখে কি হৃদয় দুর্বল হয়েছিল? অথবা ভালবাসায় প্রত্যাখ্যাত হয়ে কি মন খারাপ করেছেন তিনি? এবার সেই অচেনা অভিষেককেই জানা গেল। খোঁজ মিলল অভিষেকের পছন্দের খাবার, পছন্দের গানও।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, ”আই অ্যাম নট দ্যাট ওয়ান হু ওয়াকড আপ টু অ্যা গার্ল অ্যান্ড সে আই লাভ ইউ। ……বরং উল্টোদিক থেকেই প্রেম এসেছে।” সাক্ষাৎকারে যখন ডায়মন্ড হারবারের সাংসদকে প্রশ্ন করা হয়, কখনও প্রেম নিবেদন করেছিলেন অভিষেক? তখন লাজুক অভিষেকের উত্তর “আমি সেরকম ছেলে নই যে একজন মেয়ের কাছে গিয়ে বলব, আমি তোমাকে ভালবাসি। বরং উলটো দিক থেকে প্রেম প্রস্তাব এসেছে।”
যদিও অবসরের সময়টাই খুব কম থাকে রাজনৈতিক নেতার হাতে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় আসা প্রেমের আবেদন পড়ার সময়ও পান না তিনি। একই সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় অভিষেকের প্রেমে যারা মজে আছেন তাদের সম্পর্কে তৃণমূল নেতার সহাস্য জবাব, “সোশ্যাল মিডিয়া ঘাঁটার বিশেষ সময় পাই না। তাই সে সব মেসেজ আমার দেখা হয়ে ওঠে না। তাই জন্য আমি দুঃখিত।”
প্রেমের প্রসঙ্গ ছাড়াও নিজের বিভিন্ন পছন্দের কথা তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শাহরুখ অভিনীত পাঠান সিনেমা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু সেই পাঠান ছবিই অভিষেকের প্রিয় ছবি। আর প্রিয় গান হিসেবে বেশরম রঙের কথাই বললেন তিনি। তবে বাংলা গান হিসেবে বলেছেন, ‘বাংলার মাটি বাংলার জল’। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছরে অভিষেকের চেহারায় আমূল বদল এসেছে। কীভাবে এই শারীরিক পরিবর্তন সম্ভব হল, সেই সিক্রেটও শেয়ার করলেন তিনি। সাফ জানালেন, প্রতিদিন অন্তত ৪০-৪৫ মিনিট শরীরচর্চা করতে ভোলেন না তিনি। তেমনই আবার পাহাড়ের কোলে গান শুনে অবসর কাটাতেই পছন্দ করেন তৃণমূল সাংসদ। সব মিলিয়ে, এ যেন ফাঁস হল এক অন্য অভিষেক কথা।