বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন। বর্তমানে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)। সম্প্রতি তাঁর একটি মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোমবার সোনারপুরের একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘বদল তো ২০১১ সালে হয়েছিল। ২০২৪ সালে বদলা হবে’। এই ‘বেফাঁস’ মন্তব্যের জেরে ইতিমধ্যেই তাঁকে সতর্ক করেছে দল। এবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়।
বড় বিপাকে তৃণমূলের লাভলি (Lovely Maitra)?
গতকাল আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে ‘বদল নয়, বদলা’র কথা বলার পাশাপাশি লাভলি আরও বেশ কিছু মন্তব্য করেন। তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বলেন, ‘কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলে, তাহলে সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা সেটা খুব ভালো করে জানি’। এরপর সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, বদলা না নেওয়ার কারণেই ওনারা এখনও ঘুরে বেড়ান।
- সতর্ক করল তৃণমূল
লাভলি এহেন মন্তব্য করার পর থেকেই শুরু হয় বিতর্ক। সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার সকাল হতেই সোনারপুর থানায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা সায়ন (Sayan Banerjee)। একইসঙ্গে জানা যাচ্ছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেও লাভলিকে তাঁর মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে। এই ধরণের কঠিন পরিস্থিতিতে এমন মন্তব্য করে আরও কঠিন না করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সোমে গ্রেফতার সন্দীপ, মঙ্গলেই নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কী পরিস্থিতি CBI দফতরে?
লাভলির (Lovely Maitra) মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সতর্ক করা উচিত। উত্তরবঙ্গের মন্ত্রী, ক্যানিং-কালনার বিধায়ক, সোনারপুরের বিধায়ক। সব কুকথার স্রোত চলছে। উস্কানি, হুমকি চলছে। তবে তৃণমূল কংগ্রেসের সতর্ক করার কী অর্থ সেটা জানি না। তবে লাভলিদের আমি কাউন্ট করি না। বয়স কম। কিছু বোঝে না। এসব বদহজম’।
লাভলি (Lovely Maitra) শুধু নন, সাম্প্রতিক অতীতে দলের একাধিক নেতার মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। সম্প্রতি উত্তর ২৪ পরগণার অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের মা-বোনেদের বিকৃত ছবি টাঙানোর মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক হয়। ইতিমধ্যেই তাঁকে ১ বছরের জন্য সাসপেন্ড করেছে দল। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের একটি মন্তব্যও নিয়েও বিতর্ক চর্চা হয়েছে। কাঞ্চন সম্প্রতি নিজের মন্তব্যের জন্য ফেসবুকে ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন।