‘ডিপ্রেশন…ভেবেছিলাম বাঁচব না!’ আচমকা কী হয়েছিল ‘জলনূপুর’ খ্যাত লাভলি মৈত্রর?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই আরজিকর কাণ্ডে বেফাঁস  মন্তব্য করে বিতর্কে জড়ান টেলি অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)। ইদিনিং রাজনীতিতে সক্রিয় লাভলি (Lovely Maitra) অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন। তাই এখন রাজনীতির ময়দানে অবাধ বিচরণ তাঁর। তবে একটা সময় স্টার জলসার জনপ্রিয়  ধারাবাহিক ‘জলনূপুর’-এ প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেই বাংলা জোড়া  খ্যাতি পেয়েছিলেন লাভলী (Lovely Maitra)।

কিসের ডিপ্রেশনে ভুগছিলেন লাভলি মৈত্র (Lovely Maitra)?

তবে এই মেগা শেষ হওয়ার পর আর কোনো ধারাবাহিকে সেভাবে অভিনয় করতে দেখা যায় যায়নি এই অভিনেত্রীকে। খুব অল্প বয়সেই বিয়ে করে নিয়েছিলেন লাভলী। তবে একটা সময় তিনি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যে তাকে পরামর্শ নিতে হয়েছিল চিকিৎসালদেরও।  কিন্তু কেন?  কি কারণে  ডিপ্রেশনে চলে গিয়েছিলেন অভিনেত্রী?

একবার সেই কারণ জানিয়েছিলেন লাভলী নিজেই। একবার জি বাংলায় রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে এসেছিলেন লাভলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পর্বেরই একটি পুরনো ভিডিও। সেখানেই লাভলী জানান, বিয়ের পর তিনি নিজের ইচ্ছাতেই অভিনয় ছেড়েছিলেন।

লাভলীর স্বামী পুলিশের উচ্চপদস্থ অফিসার। বিয়ের পরেই বালুরঘাটে তাঁর পোস্টিং হয়ে যাওয়ায় লাভলীও সব ছেড়ে বালুরঘাট চলে এসেছিলেন। কিন্তু সেখানে এসে বড় বাংলোতে একা একা থাকতে গিয়ে অভিনেত্রী দিনে দিনে হাঁপিয়ে উঠেছিলেন। তিনি বুঝতে পারেন নিজের পেশা ছেড়ে তিনি থাকতে পারবেন। তাই এইভাবে ক্রমশ তিনি ডিপ্রেশনে চলে যেতে শুরু করেন। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন লাভলী।

আরও পড়ুন : ‘মেয়েবেলা’র ডোডো ফিরছে নতুন রূপে! এবার অর্পণের নায়িকা শ্রীতমা, আসছে কোন সিরিয়াল?

লাভলীর নিজের কথায়, ‘বরের পোস্টিং ছিল বালুরঘাটে। নিজের ইচ্ছাতেই চলে গিয়েছিলাম ওর সঙ্গে। তখন বুঝতে পারিনি আমি এতটা মিস করব! ভাবিনি ডিপ্রেশনে চলে যাব। যে কারণে আমায় চিকিত্‍সকের পরামর্শও নিতে হয়েছিল। খুব খারাপ সময় কাটিয়েছি। শেষ পর্যন্ত বুঝেছিলাম নিজের পেশাকে ছাড়া আমি বাঁচব না। বালুরঘাটের বাংলোতে একা থাকতে হত। সেটা আরও সমস্যা তৈরি করেছিল।’

প্রসঙ্গত খুব অল্প বয়সেই বিয়ে করে নিয়েছিলেন অভিনেত্রী। মায়ের অসুস্থতার কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁকে শেষবার দর্শক দেখেছেন স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালে। এক সময় প্রধান নায়িকা হিসাবে কেরিয়ার শুরু করলেও এখন তাঁকে শুধুই ছোটখাটো পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায়।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X