বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীতে মেতে উঠেছেন দিদির দূতেরা (Didir Doot)। রাজ্যের মানুষের দুয়ারে গিয়ে গিয়ে সমস্যা, অনটনের কথা শুনছেন তাঁরা। পাখির চোখ ২৩ পঞ্চায়েত জয়। আর পাঁচটা দুতের মত এদিন এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক (TMC MLA) লাভলি মৈত্র (Lovely Maitra)। আর সেই কর্মসূচীর খাতিরেই এক্কেবারে গিয়ে হাজির হলেন কালিকাপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বাড়িতে।
সূত্রের খবর, দিদির দূত যখন তাঁর বাড়িতে পৌঁছায় তখন সেখানে উপস্থিত ছিলেন না সুজন চক্রবর্তী। দলীয় কাজে পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিলেন তিঁনি। তবে তাঁর দাদা, ভাই, স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, এরপর ফোনে লাভলিকে তাঁর বাড়িতে চায়ের আমন্ত্রণও জানিয়েছেন সুজন।
এদিন বাম নেতা সুজন চক্রবর্তীর দাদা রতন চক্রবর্তী এবং তাঁর ভাই রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলি মৈত্র। পাশাপাশি খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যেরও। গড়ে ওঠে অতী সৌজন্যমুলোক এক সাক্ষাৎ। এদিন তৃণমূল বিধায়ককে এলাকার পানীয় জল, রাস্তার সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। পাশাপাশি খাল সংস্কারের কথাও জানান লাভলিকে। সমস্ত সমস্যার কথা শুনে রা দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন বিধায়ক।
এদিনের কর্মসূচীর পর তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র জানান, মঙ্গলবার ফোনে তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সুজন চক্রবর্তী। লাভলি বলেন , ‘‘উনি আমাকে এক দিন চায়ের নিমন্ত্রণ করেছেন। আমি নিশ্চয়ই এক দিন আসব। ওঁনার সঙ্গে কথা বলব।’’