‘পুলিশের কারণেই আমরা নিরাপদ!’ থানার আইসিকে রাখি পরিয়ে ট্রোলড  লাভলী মৈত্র

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG kar Incident) তরুণী চিকিৎসকের নির্মম হত্যা-ধর্ষণের  ঘটনার প্রতিবাদে এখন মারমুখী জনতা। এই মুহূর্তে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে এই প্রতিবাদ আন্দোলন। এরই মাঝে প্রশ্ন উঠে আসছে পুলিশ (Police) প্রশাসনের ভূমিকা নিয়েও। বার বার চোখে পড়ছে পুলিশের ব্যর্থতা।

পুলিশের হাতে রাখি পরালেন লাভলী (Lovely Maitra)

বিশেষ করে এমন পরিস্থিতিতেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখে রাগ সামলাতে পারছেন আমজনতা। সোশ্যাল মিডিয়া থেকে অন ক্যামেরা পুলিশকেই কটাক্ষ করে বলা হচ্ছে ‘রক্ষকই ভক্ষক’। প্রতিবাদ করতে রাস্তায় নেমেও পুলিশের ভাবমূর্তি দেখে স্তম্ভিত রাজ্যের মানুষ।

অবস্থা দেখে অনেকেই বলছেন পুলিশ প্রশাসন এখন সরকারের কাঠের পুতুলে পরিণত হয়েছে। রাজ্যজুড়ে যখন এমন প্রহসন চলসহ  ঠিক সেই সময়ে  পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে বিশেষ বার্তা দিলেন টেলি অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)।

আরও পড়ুন : ‘নির্লজ্জ-মেরুদন্ডহীন!’ আরজিকর কাণ্ডে প্রতিবাদ নেই, দেবের সমালোচনায় মুখর ভক্তরা

সোমবার রাখী পূর্ণিমা উপলক্ষ্যে  সোনারপুর থানার আইসি সহ অন্যান্য সমস্ত পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান লাভলী (Lovely Maitra)। নিজের এই অভিনব পদক্ষেপ সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, ‘পুলিশের কারণে আমরা নিরাপদে থাকতে পারি। উৎসবের সময় পুলিশ কর্মীরা তাদের বাড়িতেও যেতে পারেন না।’

Lovely Maitra

আর এই কারণেই এই রাখি বন্ধন উৎসব পালন করছেন বলে জানিয়েছেন লাভলী। জানা যাচ্ছে শুধু সোনারপুর নয় এছাড়াও বৈকন্ঠপুরসহ আরও  একাধিক এলাকায় এই রাখি বন্ধন উৎসব পালন করেছেন লাভলী। সেইসাথে সকলকে জানিয়েছেন রাখি বন্ধনের শুভেচ্ছা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর