ভারতে পাওয়া গেল বিরল প্রজাতির রঙিন হাঁস, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজনরা

বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ার দৌলিতে মানুষ ঘরে বসেই নানান ধরণের ভাইরাল ভিডিও (viral video) দেখতে পায়। এই গোটা পৃথিবীতে কতই না আজব ঘটনা ঘটতে দেখা যায়। তা কখনও হয় মানুষের মনোরঞ্জনের, আবার কখনও তা মানুষকে করে তোলে আবেগঘন।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক অদ্ভূত ধরণের হাঁসের ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে নেটজনতারা। শেয়ার করে নিয়েছে নেটদুনিয়ায়। বিরল প্রজাতির এক হাঁস, যার শেষবারের মত দেখা মিলেছিল এক শতাব্দী আগে অর্থাৎ ১৯০২ সালে। আবারও দেখ মিলল অসমের তিনসুকিয়া জেলার মাগুরি মোটাপুং বিলে।

https://www.facebook.com/noni00/videos/10158402029492639

নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের একটি পুকুরে ২০১৮ সালে একবার এই ধরণের সুদৃশ্য বিরল প্রজাতির মান্ডারিন হাঁস (mandarin duck) দেখা গিয়েছিল। কমলা রঙের সারা শরীরে বিভিন্ন রঙ বেরঙ্গের ডানায় মোড়া রয়েছে এই হাঁসের। বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস বলে বিবেচিত এই হাঁস।

সুইডিশ উদ্ভিদবিদ, চিকিৎসক এবং প্রাণীবিজ্ঞানী কার্ল লিনিয়াস সর্বপ্রথম ১৭৫৮ সালে এই সুন্দর কালারফুল হাঁসটিকে চিহ্নিত করেছিলেন। একবার দেখলে, এই হাঁসের দিক থেকে চোখ ফেরানো যায় না। তবে কখন কোথায় এই হাঁস দেখা দেবে, তা বলা খুবই কঠিন।

এই হাঁসের ভিডিওটি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন, ‘ননি নাগা’ নামে এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী। তিনসুকিয়ার বাসিন্দা পাখি গাইড বিনন্দ হাতিবরুয়া এই পাখির বিষয়ে জানার পর বলেছেন, ‘মাধব যখন আমাকে এসে এই পাখি দেখার কথা বলেছিল, তখন আমি তাঁর কথা বিশ্বাস করিনি। পরে যখন নিজে দেখলাম, তখন আনন্দে আত্মহারা হয়ে মাধবকে জড়িয়ে ধরেছিলাম’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর