ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ধাক্কা! শীতের দেখা নেই বাংলায়! আবহাওয়ার মেগা আপডেট দিল মৌসম ভবন

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত, অথচ বাংলায় সেভাবে শীতের দেখা নেই। রাতের দিকে এবং সকালে খানিকটা ঠাণ্ডা অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে বাংলা, বিশেষত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রাতের দিকের তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে। তবে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতেই ওলটপালট হয়ে গিয়েছে সব (Weather Update)!

  • দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত (South Bengal Weather)!

আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন, বঙ্গোপসাগরে যদি নতুন করে কোনও ওয়েদার সিস্টেম (Weather System) তৈরি না হয়, তাহলে উত্তর-পশ্চিম ভারত থেকে শীতল ও শুষ্ক হাওয়া সম্পূর্ণ দেশে ঢুকতে শুরু করবে। তবে ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে। আগামীকালের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও সেভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে না বলে খবর। শুক্রবার সকালে মৌসম ভবনের তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পশ্চিম উপকূলের কেরালা থেকে দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে আন্দমান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে মায়ানমারের ওপর দিয়ে চিন অবধি একটি মেঘের স্তর আছে। এই কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে।

আরও পড়ুনঃ বিদায়ী প্রধান বিচারপতি! অবসর গ্রহণের পর কী কী কাজ করতে পারবেন সিজেআই চন্দ্রচূড়?

আবহাওয়াবিদরা অনুমান করছেন, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষণ (Rain) হবে। এরপর আকাশ পরিষ্কার হতে পারে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৫ নভেম্বরের আগে এমন কিছু হওয়ার আশা করা যাচ্ছে না।

South Bengal weather

এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওই একটি ঘূর্ণাবর্ত শুধু নয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর তথা তামিলনাড়ু অঞ্চল থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অবধি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। অর্থাৎ নিম্নচাপ সম্ভাবনা বাদে ওই অঞ্চলে আরও একটি ওয়েদার সিস্টেম রয়েছে।

এদিকে ঠাণ্ডা-শুষ্ক হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার কারণে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও সেভাবে শীত অনুভূত হয়নি। শহর কলকাতা সহ আশেপাশের অঞ্চলের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের থেকে কমেনি। রাজ্যে শীত প্রবেশ নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট কী আপডেট দেওয়া হয় আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর