বাংলা হান্ট ডেস্ক : অবশেষে শীতের আমেজ প্রবেশ করল বঙ্গে। যদিও বুলবুল সরে যাওয়ার পর থেকে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ শুরু হয়েছিল কিন্তু পাকাপাকি ভাবে এই সপ্তাহ থেকে শীতের আমেজ আসার কথা ছিল অবশেষে বুধবার এক লাফে দু ডিগ্রি তাপমাত্রা নামলেও। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও কম, সাত সকালে ঠান্ডার আমেজ পেয়ে যথেষ্টই খুশি বঙ্গবাসী। বুলবুলের তাণ্ডবের পর রাজ্যে সকালের দিকটা এবং সন্ধের দিকে ঠান্ডার প্রভাব লক্ষ্য করা গেছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গিয়েছিল।
কিন্তু এই সপ্তাহের সোমবার থেকে সকাল সন্ধে ছাড়াও সারাদিন শীতের মৃদু প্রভাব লক্ষ করা গেছে। আর বুধবার সেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে তা ই এত দিন যাঁরা শীতের জন্য প্রমাদ গুনছিলেন তাঁদের জন্যও বেশ মজার খবর বলাই যায়।বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28, সর্বনিম্ন মাত্রা 18 ডিগ্রী সেলসিয়াস।
শহর কলকাতা ছাড়াও দুই চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি সহ তাপমাত্রা পারদ বেশ খানিকটা কমেছে। উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস প্রবেশ করেছে রাজ্যে এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা আরও খানিকটা কমবে বলেই জানা গিয়েছে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে আলিপুর হাওয়া অফিসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সপ্তাহের শেষে অর্থাত্ শনিবার নাগাদ তাপমাত্রা আরও কমবে তবেএই তাপমাত্রাকে শীত বা ঠাণ্ডা আখ্যা দেওয়া কতটা সমীচীন তা নিয়ে সংশয় রয়েছে। যদিও মঙ্গলবার দুপুর থেকে সন্ধে অবধি শীতের প্রভাব ছিল।
আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছিল, সেই তুলনায় বুধবার সকালে আরও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। তাই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা জারি করা হলেও তার আগেই বঙ্গে দাপট দেখাতে পারে শীত এমনটাই মনে করা হচ্ছে।