বড় খবর ! একধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, আপনার এলাকায় মূল্য কত?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মাসের প্রথম দিনেই সুখবর। এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের (LPG Cylinder Price)। আজ পয়লা আগস্ট থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। দেখে নিন কলকাতা (Kolkata) সহ একাধিক জায়গায় কত হল নতুন গ্যাসের দাম।

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই অগাস্ট মাসের পয়লা তারিখ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Cooking Gas Price) ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে ১৬৮০ টাকা। আগে একই সিলিন্ডারের জন্য ১৭৮০ টাকা দিতে হত।

gas

যদিও গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকাই। তবে আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হল ১৬৮০ টাকা। কলকাতায় আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৮০২.৫০ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ১৮৯৫ টাকা।

আজ থেকে মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৬৪০.৫০ টাকা। আগে এটি ১৭৩৩.৫০ টাকায় পাওয়া যেত। চেন্নাইতে দাম ১৯৪৫.০০ টাকা থেকে দাম নেমে হল ১৮৫২.৫০ টাকা৷ উল্লেখ্য, গত পয়লা জুলাই তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭ টাকা বাড়িয়েছিল। যদিও এপ্রিল, মে ও জুন মাসে দাম কমানো হয়েছিল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X