এভাবে সহজেই জানতে পারবেন সিলিন্ডারে আর কতখানি গ্যাস রয়েছে, কোনদিনও পড়তে হবে না সমস্যায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রান্না করতে করতে মাঝপথে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ার সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই। বাড়িতে রিজার্ভ সিলিন্ডার না থাকলে স্বাভাবিকভাবেই সমস্যা আরো বেড়ে যায়। অনেক সময়ই বুক করার পরেও ঠিক সময়ে এসে পৌঁছায় না গ্যাস সিলিন্ডার কিম্বা প্রতিদিনের ব্যস্ত জীবনে সঠিক সময়ে সিলিন্ডার রিফিল করানোর কথা মনে থাকেনা। আর এরই মাঝে যদি রিজার্ভ সিলিন্ডারটাও খালি বেরোয়, তাহলে বুঝতেই পারছেন কেমন সমস্যা হয়।

উজ্জ্বলা যোজনার কারণে এই মুহূর্তে গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে অনেক প্রত্যন্ত গ্রামেও। অনেক ক্ষেত্রেই সেখানে দ্রুত সিলিন্ডার রিফিল করানোর সুবিধা নেই। তাই গ্যাস শেষ হয়ে গেলে মাথায় ভেঙে পড়ে আকাশ। কিন্তু ধরুন যদি আগে থেকে জানা যায় কতটা গ্যাস বেঁচে আছে সিলিন্ডারে? তাহলে এ সমস্যার অনেকটাই সমাধান হবে নাকি? অন্তত আগে থেকে জানতে পারলে সঠিক সময়ে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন আপনি।

The price of cooking gas has gone up on march

আজ আপনাদের জানাবো এমনই একটি সহজ কৌশল, যা ব্যবহার করলে আগে থেকেই আপনি জানতে পারবেন মোটামুটি কত দিনের মধ্যে শেষ হতে পারে আপনার সিলিন্ডারের গ্যাস। কৌশলটি অত্যন্ত সহজ। প্রথমে একটি ভিজে কাপড় নিন আর তারপর সেটা ভালো করে জড়িয়ে দিন আপনার রান্নাঘরের সিলিন্ডারের গায়ে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন কাপড়ের একটি অংশ অপেক্ষাকৃত ভাবে দ্রুত শুকিয়ে গিয়েছে এবং অন্য অংশটি তখনো ভিজে। তাহলে আপনাকে বুঝতে হবে, আদতে যতটুকু অংশ ভিজে রয়েছে ততটাই রয়েছে গ্যাস। কারণ সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে তা অপেক্ষাকৃত ঠান্ডা হয়, আর সেই কারণেই ভিজে কাপড় দ্রুত শুকোতে পারেনা।

এখন এই ছোট্ট কৌশলটি ব্যবহার করলেই আপনি আন্দাজ করতে পারবেন কতটা গ্যাস বাকি রয়েছে সিলিন্ডারে। আর সেই অনুযায়ী বুক করলে গ্যাস শেষ হওয়ার আগেই নতুন সিলেন্ডার পেয়ে যাবেন আপনি বা নিজের রিজার্ভ সিলিন্ডারটি রিফিল করিয়ে রাখতে পারবেন।

X