অবিশ্বাস্য! এবার টাকা তোলার মতো ATM থেকে মিলবে LPG সিলিন্ডার, শুরু হল পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ টাকার প্রয়োজন হলে ATM পরিষেবার বিকল্প নেই কোনো। তবে এবার গ্যাস সিলিন্ডার গ্রাহকদের জন্য চালু হয়ে গেল LPG ATM। গ্রাহকরা নিজেদের সময়মতো এই ধরনের ATM থেকে নিজেরাই নিয়ে নিতে পারবেন এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। ‘Any Time Gas Cylinder’ (ATG) পরিষেবার মাধ্যমে ভারত গ্যাসের গ্রাহকরা নিজেদের সময়মতো নিয়ে নিতে পারবেন গ্যাস সিলিন্ডার।

এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে নয়া আপডেট

গ্যাস বুকিং করে ডেলিভারির জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিনে গিয়ে সংগ্রহ করে নেওয়া যাবে গ্যাস সিলিন্ডার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ATG সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করে ‘ইন্ডিয়া এনার্জি উইক’। এক্স হ্যান্ডেলে শেয়ার করা সেই ভিডিওতে দেখানো হয়েছে গ্যাস সিলিন্ডার রিফিল করার পদ্ধতি।

আরোও অনেক : প্রাক্তন স্ত্রী ‘ডিভোর্সি’ হলে প্রাক্তন স্বামী ‘ডিভোর্সার’! বিচ্ছেদ মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভারত গ্যাসের গ্রাহকরা নিজেদের সময়মতো  ‘ভারত গ্যাস ইন্সটা’ কেন্দ্রে খালি সিলিন্ডার নিয়ে পৌঁছে যেতে পারেন। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খালি সিলিন্ডারে ভরে নিতে পারেন এলপিজি গ্যাস (LPG Cylinder)। প্রথমে একটি খালি সিলিন্ডার গ্রাহককে রাখতে হবে মেশিনের ওজন স্কেলে।

আরোও অনেক : নতুন সপ্তাহেই ঝেঁপে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কোন দিন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম আপডেট

AI প্রযুক্তির মাধ্যমে তারপর সেটিকে পরীক্ষা করে দেখা হবে। সিলিন্ডারটি যদি বৈধতা সম্পর্কিত বিষয়ে উত্তীর্ণ হয় তাহলে স্ক্রিনে সেই সম্পর্কিত বার্তা পাবেন গ্রাহক। এরপর গ্রাহককে সেই সিলিন্ডারটি রাখতে হবে MT চেম্বারে। তথ্য ভেরিফিকেশনের পর গ্রাহককে মেটাতে হবে বিল।

LPG Cylinder and new technology details

সফল ট্রানজাকশনের পর গ্রাহক পেয়ে যাবেন নতুন এলপিজি সিলিন্ডার। প্রসঙ্গত উল্লেখ্য, এলপিজি বিজনেস হেড টিভি পান্ডিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে বেঙ্গালুরুতে পাইলট প্রজেক্ট হিসাবে রয়েছে ভারত গ্যাসের এই পরিষেবা। খুব শীঘ্রই ATG পরিষেবা সম্প্রসারিত হবে দিল্লি, জয়পুর এবং মুম্বাইতে।

টিভি পান্ডিয়ান আরো জানান, এলপিজি গ্রাহকরা সরাসরি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) তুলতে পারবেন উদ্ভাবনী এটিএম মেশিনের মাধ্যমে। ভারত গ্যাস দেশের প্রথম AI-সক্ষম LPG এটিএম পরিষেবা শুরু করল দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক ২২০৫’-এ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর