এক ঝটকায় ৫০ টাকা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের, জেনেনিন আপনার এলাকায় রেট কত

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। এবার সেই প্রভাব পড়ল ভারতেও। এক ধাক্কায় লাফিয়ে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder) । একেবারে ৫০ টাকা (Indian Rupee) গ্যসের (Gas) মূল্যবৃদ্ধিতে কার্যতই মাথায় হাত মধ্যবিত্তের।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই বড়সড় ধাক্কা লাগল মধ্যবিত্তের পকেটে। এতদিন অবধি বিধানসভা নির্বাচনের কারণেই বাড়ানো হয়নি দাম। কিন্তু এবার তা শেষ হওয়ার পরই মঙ্গলবার থেকে বেড়ে গেল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম। এর আগে গত বছর ৬ অক্টোবর শেষ বাড়ানো হয়েছিল রান্নার এই জ্বালানি গ্যাসের সিলিন্ডারের দাম।

এদিন অর্থাৎ ২২ মার্চ মঙ্গলবার থেকে সিলিন্ডার পিছু এই দাম বাড়ল ৫০ টাকা। আগে লখনউতে একটি এলপিজি সিলিন্ডার পাওয়া যেত ৯৩৮ টাকায়, এখন সেটি পাওয়া যাবে ৯৮৭ টাকায়। দিল্লিতে ৮৯৯.৫০ টাকার বদলে সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছে ৯৪৯.৫০ টাকা। কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে ৯২৬ টাকা থেকে হয়েছে ৯৭৬ টাকা। পাটনায় দাম বাড়ার পর গ্যাস সিলিন্ডারের দাম ১০৩৯.৫০ টাকা।

lpg cylinders.1.880049

উল্লেখ্য, এর আগে ১ মার্চ বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম৷ সেই সময় দাম বেড়েছিল এক ধাক্কায় প্রায় ১০৫ টাকা। ১৯ কেজির সিলিন্ডারের জন্য বেড়েছিল এই দাম। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পরেও ভুগতে হয়েছিল সাধারণ মানুষকে। বেড়েছিল রেস্টুরেন্টের খাবারের দাম। এবার বাড়ল ঘরের রান্নার গ্যাসের দামও। এহেন অবস্থায় এক ধাক্কায় এই মূল্যবৃদ্ধিতে পকেটে টান সাধারণ মানুষের।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর