৭৬৯ টাকার গ্যাস সিলেন্ডার পাবেন মাত্র ৬৯ টাকায়! জানুন পুরো প্রক্রিয়া

বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রতিটি বাড়িতেই এখন LPG Cylinder আছে। আরেকদিকে, সরকার কদিন আগেই সিলেন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তে পর ভর্তুকি ছাড়া ১৪.২ কেজি এলপিজি সিলেন্ডারের দাম বেড়ে ৭৬৯ টাকা হয়ে গিয়েছে। এই মাসে দ্বিতীয়বার গ্যাসের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম প্রথমে ২৫ আর পড়ে ৫০ টাকা বেড়েছে। কিন্তু এবার আপনি ৭৬৯ টাকা দামের এই গ্যাস মাত্র ৬৯ টাকায় কিনতে পারবেন। জানুন কীভাবে পাবেন এই সুবিধা … 

lpg 1

আপনি Paytm থেকে নিজের এলপিজি সিলেন্ডার বুক করে ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

 

  1. যদি আপনার ফোনে Paytm অ্যাপ না থাকে, তাহলে আগে সেটিকে ডাউনলোড করে নিন।
  2. এরপর নিজের ফোন থেকে Paytm অ্যাপ খুলুন।
  3. Paytm অ্যাপে রিচার্জ অ্যান্ড পে বিল অপশনে যান।
  4. বুক এ সিলেন্ডার অপশনে ক্লিক করুন।
  5. নিজের গ্যাস কোম্পানি নির্বাচিত করুন।
  6. গ্যাস কানেকশনের সঙ্গে যেই ফোন নম্বর দেওয়া আছে সেটি অথবা এলপিজি আইডি এন্টার করুন।
  7. এরপর আপনাকে পেমেন্ট অপশন দেওয়া হবে।
  8. পেমেন্টে গিয়ে সেখানে অফার সেকশনে FIRSTLPG প্রোমো কোড লিখুন।

Paytm অ্যাপ থেকে ৭০০ টাকা পর্যন্ত প্রথম LPG Cylinder বুক করলে পাবেন। এই অফার ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত আছে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর