বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই আবহেই ফের মুদ্রাস্ফীতির সম্মুখীন সাধারণ মানুষ। যার জেরে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন তাঁরা। রবিবার, গ্যাস কোম্পানিগুলি LPG সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম বৃদ্ধি করেছে। যার ফলে ফের পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তদের।
লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম:
যদিও, জানিয়ে রাখি যে বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder Price) ক্ষেত্রে এই দাম বৃদ্ধি ঘটানো হয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামের ওপর। তবে, ঘরোয়া কাজে ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, তাতে কোনও পরিবর্তন ঘটেনি।
কত টাকা বেড়েছে দাম: গ্যাস এবং বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই প্রসঙ্গে জানিয়েছে যে, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি যে, এর আগে গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। প্রতি মাসের প্রথম দিকে, তেল সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে।
আরও পড়ুন: এবার ফুল ফর্মে ট্রাম্প! ভারত সহ BRICS-ভুক্ত দেশগুলিকে দিলেন কড়া হুমকি, অবাক করবে কারণ
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি: এদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম বৃদ্ধি হোটেল এবং রেস্তোরাঁর খাবারের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলবে। অর্থাৎ, ওই খাবারের দাম আরও বাড়তে পারে। তবে, ঘরোয়া সিলিন্ডারের দাম বৃদ্ধি না ঘটায় ব্যবহারকারীদের একাংশ রেহাই পেয়েছে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় দিয়ে শুরু করল পাকিস্তান! ভারতকে পরাজিত করল ৪৪ রানে
টানা ৫ মাস ধরে দাম বাড়ছে: নতুন দাম বৃদ্ধির পর এখন রাজধানী দিল্লিতে, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডার (LPG Cylinder Price) ১,৮১৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে কলকাতায় এটির দাম হল ১,৯২৭ টাকা। এদিকে, মুম্বাইতে এই সিলিন্ডারের দাম হল ১,৭৭১ টাকা এবং চেন্নাইতে এটি বিক্রি হচ্ছে ১,৯৮০.৫০ টাকায়। এর আগে নভেম্বরে এই সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানো হয়েছিল। অক্টোবরে ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম ছিল ১,৭৪০ টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একটানা ৫ মাস ধরে তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে।