বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারি ফুরিয়ে মার্চ শুরু হতেই সাধারণ মানুষকে বড় ঝটকা দিয়েছে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। মার্চ মাস শুরু হতেই এক ধাক্কায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারগুলির (LPG Cylinder)। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লি থেকে কলকাতায় সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়ে গিয়েছে ৬ টাকা। তবে এটা বাণিজ্যিক গ্যাসের দাম। গৃহস্থালীর কাজে যে গ্যাস ব্যবহার করা হয় তাতে অবশ্য কোনো পরিবর্তন হয়নি।
ফের দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder)
উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম নির্ধারণ করে। ইন্ডিয়ান অয়েল দেশের বৃহত্তম পেট্রোলিয়াম কোম্পানি। সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।
কত বাড়ল দাম: গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) প্রতি ৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ১ লা মার্চ থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম ১৮০৩ টাকা হয়ে গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই এই দাম ছিল ১৭৯৭ টাকা। তার আগে জানুয়ারি মাসে দামটা ছিল ১৮০৪ টাকা।
আরো পড়ুন : চোখের জলে বিদায়, হয়ে গেল শেষ শুটিং, কবে থামছে জি বাংলার জনপ্রিয় মেগা?
কলকাতায় কত হয়েছে দাম: জানিয়ে রাখি, আজ থেকেই কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম ১,৯১৩ টাকা হয়ে গিয়েছে। এর আগে এই দাম ছিল ১,৯০৭ টাকা। মুম্বইতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম হয়েছে ১,৭৫৫.৫০ টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে দাম ছিল ১,৭৪৯.৫০ টাকা।
আরো পড়ুন : এবার থরথর করে কাঁপবে শক্রদেশ! Tata-র হাত ধরে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার
জানিয়ে রাখি, ইন্ডিয়ান অয়েল সহ কোনো পেট্রোলিয়াম কোম্পানিই গৃহস্থালীর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। কলকাতায় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৮২৯ টাকা এবং মুম্বইতে রয়েছে ৮০২.৫০ টাকা। অন্যদিকে দিল্লি এবং চেন্নাইতে দাম রয়েছে যথাক্রমে ৮০৩ টাকা এবং ৮১৮.৫০ টাকা।