ফের ঝটকা! এবার লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত মধ্যবিত্তদের

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হওয়া মানেই দৈনন্দিন জীবনে বিরাট বদল আসা। বিভিন্ন ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আসে। বিশেষ করে, জিনিসপত্রের মূল্য হ্রাস কিংবা বৃদ্ধি পেতে থাকে। তবে এবার বছর শুরু হতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বাড়ল চড়া হারে। একেই বাজারে যেকোনও জিনিসের মূল্য অগ্নিছোঁয়া, তাতেই আমজনতাদের পকেট হচ্ছে গড়ের মাঠ। তার উপর এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তদের হেঁসেলে রীতিমত আগুন ধরল। কত টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম?

মূল্যবৃদ্ধি এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder):

তবে জানিয়ে রাখি, ভারতে এমনটা হয়নি। এটি ঘটেছে ভারতের প্রতিবেশী দেশে। ভারতে ১ জানুয়ারি থেকে সিলিন্ডারের দাম অনেকটাই কমেছে। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হ্রাস পেয়েছে। কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাসের দাম হয়েছে ১৯১১ টাকা। ডিসেম্বরে এই দাম ছিল ১৯২৭ টাকা। এর ফলে স্বাভাবিকভাবেই ভারতে খুশির বাতাবরণ। কিন্তু ভারতে কমলেও, উল্টো দিকে বাংলাদেশে নতুন বছরেই তরতরিয়ে বেড়েছে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) মূল্য।

LPG Cylinder price hiked in January

 

গ্যাসের দাম বৃদ্ধিতে টালমাটাল বাংলাদেশ: এমনিতেই শেখ হাসিনা পতনের পর থেকে সেখানে পরিস্থিতি উত্তপ্ত। রাজনৈতিক দ্বন্দ্ব তো লেগেই রয়েছে সেইসাথে জিনিসপত্রের দামও ক্রমশ বাড়ছে। এই আবহেই নতুন বছরের শুরুতেই সেখানে বাড়ল রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে এক ধাক্কায় সেখানে দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৯ টাকা।

আরও পড়ুনঃ বড় খবর! এবার এই কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ, জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

কত বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম: জানা গিয়েছে, জানুয়ারির ২ তারিখে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ BERC এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১,৪৫৫ টাকা। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রতি সিলিন্ডারের দামের সঙ্গে ভ্যাট যোগ করে নতুন করে দাম বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৪ টাকা করে। অর্থাৎ আগে দাম ছিল ১৪৫৫ টাকা, মূল্য বৃদ্ধির পর এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম হয়ে দাঁড়িয়েছে ১৪৫৯ টাকা।

আরও পড়ুনঃ শহরের মধ্যেই সুবিশাল লন সহ সুদৃশ্য ব্যাঙ্কোয়েট, এখানেই হচ্ছে শ্বেতা-রুবেলের রিসেপশন! খরচ কত জানেন?

বেসরকারি গ্যাসগুলিতে কত দাম বৃদ্ধি পেয়েছে: তথ্যসূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে বেসরকারি এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) প্রতি কেজিতে দাম বেড়ে দাঁড়িয়েছে ১২১.৫৬ পয়সা। যদিও ভ্যাট যোগ করার আগে প্রতি কেজিতে সিলিন্ডারের দাম ছিল ১২১.১৯ পয়সা। অর্থাৎ অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম লিটার প্রতি ১১৭.৮১ পয়সা এবং অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৭.২৭ টাকা। আচমকাই এই দাম বৃদ্ধি বাংলাদেশের সাধারণ মধ্যবিত্তদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর