বছরের শুরুতেই বাড়ল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন আপনার শহরে নতুন দাম

তেল সংস্থাগুলি প্রতি মাসে LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে।  ২০২০ সালের ডিসেম্বর মাসে ১৩ দিনের মধ্যেই ১০০ টাকা বেড়েছিল গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম। জানুয়ারি মাসের প্রথম দিনে দেশের তেল বিপণন সংস্থাগুলি ১৪.২ কেজি অনুদানহীন এলপিজি  সিলিন্ডারের দাম পরিবর্তন করেনি। তবে ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

lpg
LPG cylinder/এলপিজি সিলিন্ডার

IOCL ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দিল্লিতে ১৪.২ কেজি অনুদানবিহীন এলপিজি সিলিন্ডারের দাম আগের দামই রয়েছে। দিল্লিতে ৬৯৪ টাকা, কলকাতায় এই দাম ৭২০.৫০ টাকা, মুম্বাইয়ে ৬৯৪ এবং চেন্নাইতে  ৭১০ টাকা।

১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে।  রাজধানী দিল্লিতে এটি ১৩৩২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৯ টাকা। অর্থাৎ  দিল্লিতে এটি ১৭ টাকা বেড়েছে।  কলকাতায়, এর দাম ১৩৮৭.৫০ থেকে ২২.৫০  টাকা বেড়ে ১৪১০ টাকায় দাঁড়িয়েছে।  মুম্বাইতে, এটি ১৭৮০ টাকা থেকে ১২৮০.৫০ টাকা থেকে ১২৯৭.৫০ টাকা হয়েছে।  চেন্নাইতে এর দাম ১৬.৫০ টাকা বেড়েছে এবং এটি  ১৪৪৬.৫০ থেকে ১৪৬৩.৫০ টাকায়  দাঁড়িয়েছে।

জানিয়ে রাখি, ২ ডিসেম্বর রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। তারপর আরো ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম।সব মিলিয়ে  গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা।  একই সাথে দাম বেড়েছে বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের।

যদিও এই দাম বাড়ার পর কত টাকা ভর্তুকি পাওয়া যাবে তা জানায় নি তেল সংস্থাগুলি। জানিয়ে রাখি, গত ২ ডিসেম্বর ৫০ টাকা গ্যাসের দাম বাড়লেও ভর্তুকি বাড়ে নি। ১৪ ডিসেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুসারে, গ্রাহকেরা আগের মাসের মতই ১৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন ভর্তুকি বাবদ। নতুন করে এই দাম বৃদ্ধিতে ভর্তুকির টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷

সরকার এক বছরে প্রতিটি পরিবারের জন্য ১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার পর্যন্ত  ভর্তুকি দিয়ে থাকে। গ্রাহকরা যদি এর চেয়ে বেশি সিলিন্ডার নিতে চান তবে তারা সেগুলি বাজার মূল্যে কিনতে হয়। অনেকেই মনে করছেন ঘুরপথে এই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র।


সম্পর্কিত খবর