সিলিন্ডার প্রতি এত টাকা ট্যাক্স যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের কাছে! পাকা হিসেব বুঝে নিন

বাংলাহান্ট ডেস্ক: বিগত কয়েক বছরে বারবার বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। তবে লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও কমিয়েছে এলপিজির দাম। এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন সাধারণ মানুষ। আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এলপিজি কানেকশন।

ভারতের অধিকাংশ মানুষ রান্না করেন এলপিজি সিলিন্ডারে। আজ এলপিজি গ্যাস নিয়ে আপনার জন্য রয়েছে একটি বড় খবর। আপনারা হয়ত শুনে থাকবেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এলপিজি সিলিন্ডারের দাম থেকে ট্যাক্স নেয়। তবে আপনাদের জানা আছে এই ট্যাক্সের মাধ্যমে কত টাকা ঢোকে সরকারের কোষাগারে?

আরোও পড়ুন: গোদের উপর বিষফোঁড়া! DA ক্ষোভের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকা

কেন্দ্রীয় সরকার প্রতিটি গ্যাস সিলিন্ডার পিছু ৫% জিএসটি কাটে। এই জিএসটি ছাড়াও আরো বেশ কিছু মূল্য কাটা হয় গ্যাস সিলিন্ডারের দাম থেকে। যেমন ধরা যাক কলকাতা শহরের কথা। কলকাতায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯২৯ টাকা। এরমধ্যে গ্যাসের বাজার নির্ধারিত মূল্য রয়েছে ৮২৩.৮০২ টাকা।

আরোও পড়ুন: ভোটের আগে আচমকাই বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম! কলকাতায় কত হল? রইল নয়া রেট

জিএসটি ৪৩.৩৫৮ টাকা এবং ডিলারের কমিশন ৬১.৮৪ টাকা যুক্ত রয়েছে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে। অন্যদিকে রাজ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম ভিন্ন হয়ে থাকে। তবে তাই বলে ভাববেন না জিএসটির হার সেক্ষেত্রে পরিবর্তন হয়। বিভিন্ন রাজ্য অনেক সময় ভর্তুকি দিয়ে থাকে গ্যাস সিলিন্ডারে।

liquified petroleum gas

তাই গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন লক্ষ্য করা যায় রাজ্য বিশেষে। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল বা PPAC-এর একটি তথ্য বলছে, সিলিন্ডার পিছু ডিলারের চার্জ হিসাবে কাটা হয় ৬১.৮৪ টাকা। ২৭.৬০ টাকা ‘ডেলিভারি চার্জ’ এবং ৩৪.২৪ টাকা ‘এস্টাব্লিশমেন্ট চার্জ’ অন্তর্ভুক্ত করা হয় এর মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর