মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি! এবার অর্ধেক দামে মিলবে LPG সিলিন্ডার, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক: রাখি বন্ধনের ঠিক আগেই এবার বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মধ্যপ্রদেশ সরকার রাজ্যের “লাডলি বেহেন” তথা “প্রিয় বোন”-দের জন্য বিরাট উপহারের ঘোষণা করেছে। এবার থেকে ওই রাজ্যের “লাডলি বেহেন” প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা এখন মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে মধ্যপ্রদেশের গ্যাস সিলিন্ডারের দাম ৮৪৭ টাকা। এমতাবস্থায়, “লাডলি বেহেন” প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা অর্ধেক দামে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পাবেন। সিলিন্ডার প্রতি ৩৯৯ টাকা খরচ রাজ্য সরকার বহন করবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন করা হয়।

এবার অর্ধেক দামে মিলবে LPG সিলিন্ডার (LPG Cylinder):

এদিকে, মন্ত্রিসভার বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, “লাডলি বেহেন প্রকল্পের অধীনে, আমরা এই প্রকল্পের সমস্ত সুবিধাভোগীকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) বর্তমানে ৮৪৮ টাকায় পাওয়া যাচ্ছে। যা ‘লাডলি বেহেন’-দের ৪৫০ টাকায় প্রদান করা হবে। রাজ্য সরকার ৩৯৯ টাকা দেবে। এর জন্য প্রায় ১৬০ কোটি টাকা খরচ হবে।”

LPG cylinder will be available at half price this time.

“লাডলি বেহেন” যোজনার অধীনে, ওই রাজ্যের লক্ষাধিক মহিলাকে রাজ্য সরকারের তরফে প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে ১,২৫০ টাকা প্রদান করা হয়। এবার, রাখি বন্ধনের কারণে সরকার অতিরিক্ত ২৫০ টাকা দেবে। যেটি ১ অগাস্ট প্রদান করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, “লাডলি বেহেন” যোজনা শুরু করেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২০২৩ সালে বিজেপির রেকর্ড জয়ের ক্ষেত্রে এই প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডারে হয়েছে চুরি? আশঙ্কা প্রকাশ তদন্ত কমিটির সদস্যের, নজরে ডুপ্লিকেট চাবি

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিমা কভার: এদিকে, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সাক্ষম অঙ্গনওয়াড়ি পুষ্টি প্রকল্পের অধীনে, অঙ্গনওয়াড়ির সমস্ত “বেহেন”-দের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় আনা হবে। এর প্রিমিয়াম রাজ্য সরকার দেবে। এতে উপকৃত হবেন রাজ্যের ৫৭ হাজার ৩২৪ জন অঙ্গনওয়াড়ি কর্মী।

আরও পড়ুন: বাবা রামদেবের উপর চাবুক চালালো আদালত! দিতে হবে এত কোটি টাকার জরিমানা

শহরের সাথে সংযুক্ত হবে গ্রামগুলি: বিজয়বর্গীয় বলেছেন যে এমপি রুরাল কানেক্টিভিটি প্রোজেক্টের অধীনে, গ্রামগুলিকে শহরের সাথে সংযুক্ত করার সমস্ত অসম্পূর্ণ প্রকল্পগুলি সম্পন্ন করা হবে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের যোজনার জন্য যত অর্থ মিলবে সেখানে রাজ্য সরকার যোগদান করে সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে বলেও জানানো হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর