মধ্যবিত্তের মাথায় হাত! LPG-র নয়া কানেকশন নিতে এবার থেকে গুনতে হবে মোটা টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছু সময়ের মধ্যে রান্নার গ্যাসের (Liquefied petroleum gas) পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চড়া হারে বেড়ে চলার মাঝেই জেরবার হয়ে পড়েছে সকল দেশবাসী। মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর চিন্তা ক্রমশ বেড়ে চলেছে আর বর্তমানে সরকারের নেওয়া এক সিদ্ধান্ত এই চিন্তা আরো বৃদ্ধি করবে বলে মত বিশেষজ্ঞদের।

বর্তমানে নতুন এলপিজি (LPG) গ্যাসের সংযোগ বাবদ খরচ আরো বৃদ্ধি করা হলো বলে জানা গিয়েছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত আগামী 16 ই জুন থেকে কার্যকর করা হতে চলেছে। সূত্রের খবর, আগামীকাল থেকে প্রতি 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের সিকিউরিটি বাবদ খরচ 750 টাকা বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ এবার থেকে প্রতি 5 কেজি সিলিন্ডার প্রতি আপনাকে 350 টাকা বেশি দিতে হবে। তবে শুধু তাই নয়, এবার থেকে গ্যাস রেগুলেটরের দাম 100 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে নতুন গ্যাসের সংযোগ পেতে হলে আপনাকে 2200 টাকা খরচ করতে হবে, যা অতীতে ছিল 1450 টাকা। অর্থাৎ সিকিউরিটি বাবদ এবার থেকে আপনাকে 750 টাকা বেশি জমা দিতে হতে চলেছে। একইসঙ্গে রেগুলেটর 250 টাকা, পাসবুক বাবদ 25 টাকা এবং পাইপের জন্য 150 টাকা দিতে হবে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, কোন গ্রাহক যদি প্রথমবারের জন্য সিলিন্ডারের সংযোগ করতে চায়, তবে সব মিলিয়ে তাকে 3690 টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে দুটি সিলিন্ডার নিলে সেই খরচের পরিমাণ হবে 4400 টাকা।

অপরদিকে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের সূচনা অনুযায়ী, এক্ষেত্রে প্রতি 5 কেজি সিলিন্ডারের সিকিউরিটি বাবদ 1150 টাকা জমা দিতে হবে। উজ্জ্বলা যোজনা অধীনে থাকা গ্রাহকদেরও নতুন সংযোগ নেওয়ার জন্য 100 টাকা অধিক খরচ করতে হবে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর

X