রান্নার গ্যাস নিয়ে চিন্তার খবর! দেখা দিতে পারে সঙ্কট! রাতের ঘুম উড়ল আমজনতার

বাংলা হান্ট ডেস্কঃ উনুন, স্টোভ অতীত! বর্তমানে এদেশের অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে এলপিজি গ্যাস কানেকশন। রান্নার গ্যাস সংক্রান্ত নানান আপডেটের দিকে তাই কড়া নজর থাকে সকলের। এখন যেমন শোনা যাচ্ছে, এলপিজি  (LPG Gas) সঙ্কট হতে পারে। গ্যাস নিয়ে ঘনীভূত হচ্ছে চিন্তার কালো মেঘ।

রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে বিরাট আপডেট!

গ্যাস শেষ হলেও যাতে কোনও অসুবিধা না হয়, তাই অনেক বাড়িতেই এখন ডাবল সিলিন্ডার রয়েছে। যাদের বাড়িতে দু’টি সিলিন্ডার রয়েছে এবং এর মধ্যে একটি সিলিন্ডার (LPG Gas Cylinder) শেষ হতে চলেছে তাঁদের তড়িঘড়ি গ্যাস বুক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এখন গ্যাস বুক করলে তা আসতে বেশ কয়েকদিন সময় লাগছে।

বিগত দু’মাস ধরে কল্যাণীর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বটলিং প্ল্যান্টে আন্দোলন চলছে। শ্রমিক শোষণ, অবৈধভাবে নিয়োগ, কর্মী ছাঁটাই সহ একাধিক অভিযোগে প্ল্যান্টের গেটের সামনে আন্দোলন চালাচ্ছেন ভারতীয় মজদুর সংঘের সদস্যরা। জানা যাচ্ছে, স্থানীয় বিজেপি বিধায়কের নেতৃত্বেই এই আন্দোলন চলছে। সম্প্রতি বিধায়ক অম্বিকা রায়ের উপস্থিতিতেই ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের মারধর করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ’১৫ দিনের মধ্যে…’! নারী সুরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ, মোদীকে চিঠিতে কী লিখলেন মমতা?

স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফুঁসে উঠেছেন ডিলার এবং ডিস্ট্রিবিউটাররা। জানানো হয়েছে, তাঁরা জেলাশাসকের সঙ্গে সুরাহার জন্য বৈঠকে বসবেন। যদিও সেই বৈঠক ফলপ্রসূ না হয়, তাহলে তাঁরাও ধর্মঘটে শামিল হবেন বলে খবর। এমনিতেই ভারতীয় মজদুর সংঘের আন্দোলনের কারণে সিলিন্ডার (Gas Cylinder) আসতে বেশ দেরি হচ্ছে। এমতাবস্থায় যদি ডিলার এবং ডিস্ট্রিবিউটাররাও ধর্মঘটে নামেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে।

LPG gas cylinder Central Government big decision

জানা যাচ্ছে, বিগত দু’মাস ব্যাপী চলা এই আন্দোলনের কারণে গ্যাস সিলিন্ডার (LPG Gas) সরবরাহ প্রক্রিয়া খানিক ব্যাহত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সিলিন্ডার আসতে ১০ দিন অবধি সময় লেগে যাচ্ছে। এই অবস্থায় ডিলার, ডিস্ট্রিবিউটাররা আন্দোলনে নামলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই আগেভাগে গ্যাস বুক করে রাখা উচিত বলে মত অনেকের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর