বাংলাহান্ট ডেস্কঃ রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডার ব্লাস্ট হলে ভয়াবহ আগুন লাগতে পারে। কিন্তু অনেকেই জানেন না সিলিন্ডার ফেটে আগুন লাগলে পাওয়া যায় ৫০ লাখ টাকা অবধি ক্ষতিপূরণ। কিন্তু এক্ষেত্রে বিশেষ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় গ্রাহককে, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া
রান্নার গ্যাসের ক্ষেত্রে পেট্রোলিয়াম সংস্থাগুলি গ্রাহককে ব্যক্তিগত দুর্ঘটনার ইন্সুরেন্স সরবরাহ করে। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক বা বিস্ফোরণ এর কারনে দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে 50 লাখ টাকা পর্যন্ত এই বীমা আর্থিক সহায়তা দেয় সংস্থাগুলি। বর্তমানে, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের এলপিজি সংযোগের জন্য আইসিআইসিআই লম্বার্ডের মাধ্যমে বীমা রয়েছে।
• mylpg.in থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোনও ব্যক্তি এলপিজি সংযোগ গ্রহণের সাথে সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তিনি ৫০ লাখ পর্যন্ত বীমা পেতে পারেন।
• সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত প্রতি ব্যক্তিকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ।
• এলপিজি সিলিন্ডারের বীমা কভার পেতে গ্রাহককে অবিলম্বে নিকটস্থ থানা এবং তার এলপিজি সরবরাহকারীকে দুর্ঘটনা সম্পর্কে জানাতে হবে।
• এই বিমা প্রত্যেকের নামে না থাকলেও প্রত্যেকের জন্য৷ এর জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না।
• আহতদের চিকিত্সার জন্য এফআইআর, প্রেসক্রিপশন এবং মেডিকেল বিলের একটি জেরক্স কপি রাখুন। মৃত্যু, মৃত্যুর শংসাপত্র সম্পর্কিত পোস্টমর্টেম রিপোর্ট ও সাথে রেখে দিন।
• বিমা পেতে গেলে প্রথমেই পুলিশে রিপোর্ট লেখাতে হবে। এর পর স্থানীয় অফিস তদন্ত করে এল.পি.জি সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট দেবে। এর পরে, দাবি বীমা ফাইলটি সংশ্লিষ্ট বীমা সংস্থায় দায়ের করা হয়। গ্রাহককে সরাসরি বীমা সংস্থার সাথে আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন হয় না।