ফের দাম কমল LPG সিলিন্ডারের! আজ থেকে আরও সস্তায় পাবেন রান্নার গ্যাস, কলকাতায় কত পড়বে?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝেই দারুন সুখবর। মে মাসের প্রথম দিনে এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। আজ পয়লা মে থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে বেশ কিছুটা কম টাকা খরচা করতে হবে গ্রাহকদের। মঙ্গলবারই ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কলকাতায় সিলিন্ডার প্ৰতি দাম এক লাফে কমেছে ২০ টাকা (LPG Cylinder Price)। কেবল মহানগরীই নয়, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরেও কমেছে এলপিজি রান্নার গ্যাস। দেখে নিন কলকাতা (Kolkata) সহ একাধিক জায়গায় কত হল নতুন গ্যাসের মূল্য।

১ মে থেকে কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১,৮৫৯ টাকা। আগে যা ছিল ১,৮৭৯ টাকা। রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৪৫.৫ টাকা। গত এপ্রিল তা ছিল ১,৭৬৪.৫ টাকা। অর্থাৎ দ কমেছে ১৯ টাকা।

ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে বর্তমানে দিতে হবে ১,৬৯৮.৫ টাকা। এপ্রিলে যা ছিল ১,৭১৭.৫ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৩০ টাকা। আজ থেকে তা হল ১,৯১১ টাকা। অর্থাৎ এখানেও ১৯ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারের দাম।

lpg rule

আরও পড়ুন: হঠাৎ আবহাওয়ার বদল! এবার ক্রিজে নামছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

যদিও গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৮২৯ টাকা। দিল্লিতে খরচ পড়বে ৮০৩ টাকা। মুম্বইয়ে খরচ হবে ৮০২.৫ টাকা। আর চেন্নাইয়ে একটি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে দিতে হবে ৮১৮.৫ টাকা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর