রান্নার গ্যাস (lpg) আমাদের একটি নিত্যদিনের অতিপ্রয়োজনীয় সামগ্রী। এতদিন বিদ্যুতের বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ বা কেনা কাটার ক্ষেত্রে বিভিন্ন অফার থাকলেও রান্নার গ্যাসে তেমনভাবে কোনো অফারই দিত না অনলাইন টাকা লেনদেনের সংস্থাগুলি। এবার নিউ নর্মালে রান্নার গ্যাস বুকিং এও মিলবে মোটা টাকা ছাড়, এমনটাই অফার ঘোষনা করল Paytm.
Paytm এর অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করলে কোনও গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তবে প্রথম বার গ্যাস বুকিং এর সময়েই পাওয়া যাবে এই সুবিধা। ব্যাবহার করতে হবে ‘FIRSTLPG’ প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই অফারের লাভ নেওয়া যাবে।
তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। প্রতিটি রাজ্যে কর অনুযায়ী এই দাম আলাদা আলাদা হউ। দেশের তেল বিপণন সংস্থাগুলি ১৪.২ কেজি অনুদানহীন এলপিজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনেনি। যদিও ডিসেম্বর মাসে 19 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে।
আইওসিএল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি ডিসেম্বর মাসে। অর্থাৎ ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৫৯৪ টাকাই রয়েছে। কলকাতার ৬২০ টাকা ৫০ পয়সা, মুম্বাইতে ৫৯৪ এবং চেন্নাইতে ৬১০ টাকাই রয়েছে।
অন্যদিকে ১৯ কেজি সিলিন্ডার বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে এই মাসে দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি। চেন্নাইতে এটির দাম ৫ টাকা বেড়ে বেড়ে ১৪১০ টাকায় দাঁড়িয়েছে। দেশের রাজধানী দিল্লিতে এটি ৫৫ টাকা বেড়ে বেড়ে ১২৯৬ টাকায় দাঁড়িয়েছে। কলকাতা ও মুম্বাইয়েও দাম ৫৫ টাকা বেড়েছে, এই দুটি শহরে নতুন দাম ক্রম অনুসারে ১৩৫১ ও ১২৪৪ টাকা হয়েছে৷