মাসের প্রথম দিনই প্রায় ১০০ টাকা কমল LPG গ্যাসের দাম, আপনার এলাকায় নতুন মূল্য কত?

বাংলা হান্ট ডেস্কঃ আজ সপ্তম এবং শেষ দফার লোকসভা ভোট। এর এদিনই বিরাট সুখবর। মাসের প্রথম দিন এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। আজ পয়লা জুন থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। দেখে নিন কলকাতা (Kolkata) সহ একাধিক জায়গায় কত হল নতুন গ্যাসের দাম।

মাসের পয়লা তারিখ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Cooking Gas Price) ৭২ টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে ১৭৮৭ টাকা। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই আপডেট দেওয়া হয়েছে।

   

তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮২৯ টাকাই। প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করে দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয়।

lpg rule

আরও পড়ুন: আজ দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, ঝড়ের পূর্বাভাস এই ৫ জেলায়: আবহাওয়ার খবর

মাসের প্রথম দিনেই একধাক্কায় অনেকটা গ্যাসের দাম (Gas Price) কমলেও তাতে সাধারণ মানুষের সরাসরি কোনো সুবিধা হল না। কেবল বাণিজ্যিক (Commercial) গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার কাজে ব্যবহৃত LPG গ্যাস সিলিন্ডারের দাম পড়েছে। হোটেল, রেস্তোরাঁগুলিতেই ব্যবহার করা হয়। তবে এতে আম জনতার পকেটে চাপ কমল না সরাসরি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর