LPG price hike: মূল্যবৃদ্ধি নিয়ে একেই গলদঘর্ম মধ্যবিত্ত, এবার তার ওপরে বাড়ছে রান্নার গ্যাসের দাম। সোমবার তেল কোম্পানিগুলি বিজ্ঞপ্তি দিয়ে গার্হস্থ্য রান্নার গ্যাসে ৫০ টাকা বৃদ্ধির কথা জানিয়েছে। এর আগে ২ ডিসেম্বর রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। সব মিলিয়ে গত ১৩ দিনে গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একই সাথে দাম বেড়েছে বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের। আজ থেকে এই বর্ধিত দাম লাগু হচ্ছে দেশে।
যদিও এই দাম বাড়ার পর কত টাকা ভর্তুকি পাওয়া যাবে তা জানায় নি তেল সংস্থাগুলি। জানিয়ে রাখি, গত ২ ডিসেম্বর ৫০ টাকা গ্যাসের দাম বাড়লেও ভর্তুকি বাড়ে নি। ১৪ ডিসেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুসারে, গ্রাহকেরা আগের মাসের মতই ১৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন ভর্তুকি বাবদ। নতুন করে এই দাম বৃদ্ধিতে ভর্তুকির টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷
সরকার এক বছরে প্রতিটি পরিবারের জন্য ১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। গ্রাহকরা যদি এর চেয়ে বেশি সিলিন্ডার নিতে চান তবে তারা সেগুলি বাজার মূল্যে কিনতে হয়। অনেকেই মনে করছেন ঘুরপথে এই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র।
প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। এর দামগুলি আন্তর্জাতিক আন্তর্জাতিক মানদণ্ড এবং বৈদেশিক মুদ্রার হারের পরিবর্তনের মতো কারণগুলি নির্ধারণ করে।
জানিয়ে রাখি, রান্নার গ্যাসের ক্ষেত্রে পেট্রোলিয়াম সংস্থাগুলি গ্রাহককে ব্যক্তিগত দুর্ঘটনার ইন্সুরেন্স সরবরাহ করে। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক বা বিস্ফোরণ এর কারনে দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে 50 লাখ টাকা পর্যন্ত এই বীমা আর্থিক সহায়তা দেয় সংস্থাগুলি। বর্তমানে, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের এলপিজি সংযোগের জন্য আইসিআইসিআই লম্বার্ডের মাধ্যমে বীমা রয়েছে।