বাংলাহান্ট ডেস্ক : মধ্যবিত্তের জন্য চরম দুঃসংবাদ। এবার রান্নার গ্যাস কিনতে গিয়েই পকেট ফাঁকা হবে গৃহকর্তাদের। দেশজুড়ে পেট্রোল, ডিজেলের ক্ষেত্রে আবগারি শুল্ক বৃদ্ধি পাওয়ার পরে এক ঝটকায় বেড়ে গেল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী হরদীপ সিং পুরী ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা জানিয়ে দিয়েছেন।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি (LPG Price Hike)
সূত্রের খবর, সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম (LPG Price Hike) ৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কলকাতার গৃহিণীদের একটি সিলিন্ডার কেনার জন্য খরচ করতে হবে ৮৭৯ টাকা। উজ্জলা যোজনার গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এই মূল্যবৃদ্ধির শিকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, প্রতি ১৫ দিন অন্তর আন্তর্জাতিক গ্রামের উপর ভিত্তি করে সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন : ছাতা রেডি রাখুন! কিছুক্ষণেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা! আবহাওয়ার মেগা আপডেট
হরদীপ সিং পুরী বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এটি প্রতি MT তে ৪১৫ মার্কিন ডলার থেকে বেড়ে ৭১২ মার্কিন ডলার হয়েছে।’ তবে এর প্রভাব গ্রাহকদের ওপর পড়ে নি বলেই কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। পাশাপাশি তিনি আরও জানান, সাধারণ ব্যবহারকারীদেরকে এখন সিলিন্ডার পিছু দিতে হবে ৮৫৩ টাকা। আগে দাম ছিল ৮০৩ টাকা।
একই সঙ্গে উজ্জ্বলা স্কিমের অধীনে থাকা ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা হচ্ছে। হরদীপ সিং পুরী বলেন, ‘প্রতি ২-৩ সপ্তাহে এটি পর্যালোচনা করা হবে। এই সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি উজ্জ্বলা স্কিমের গ্রাহক ও যাঁরা উজ্জ্বলা স্কিমের গ্রাহক নন, তাঁদের জন্যও বাড়ছে। পেট্রোল, ডিজেলের ক্ষেত্রে এই ট্রেন্ড থাকলে সেটির দামও পর্যালোচিত হবে। ‘
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন দাম ৮ এপ্রিল ২০২৫ অর্থাৎ মধ্যরাত থেকেই কার্যকর হতে চলেছে। এদিকে, এগিয়ে আসছে বাংলা নতুন বছর। ফলে পয়লা বৈশাখের আগেই রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি গেরস্থ বাড়িতে যে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারগুলোর ক্ষেত্রে এই ৫০ টাকার বৃদ্ধিও একাধিক সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে বড় অংকের খরচ বাড়িয়ে তুলবে।