LSG vs DC, পন্থহীন দিল্লির সামনে রাহুলের লখনউ! নজর রাখুন এই তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইপিএলের ২০২৩-এর (IPL 2023) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমবার নিজেদের ঘরের মাঠে দর্শকদের সামনে নামতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (LSG)। আর আজ তাদের প্রতিপক্ষ একাধিক তারকা সমৃদ্ধ দল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করতে চাইবেন রাহুলরা। অপরের দিকে রিশভ পন্থের অভাব পূরণ করে নিজেদের মরসুমটা ও জয় দিয়ে শুরু করতে চাইবে পন্টিংয়ের দিল্লি।

এর আগের বছরের দুইবারের সাক্ষাতে দিল্লিকে দুবারই হারিয়েছিল লোকেশ রাহুলের লখনউ। একাধিক অলরাউন্ডারের উপস্থিতি এই বছর তাদের অন্যতম বড় শক্তি। তবে ভারতীয় তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর তাদের অনেকটা নির্ভর করতে হবে। অপরদিকে দিল্লির চিন্তা থাকবে তাদের তুলনামূলক দুর্বল বোলিং নিয়ে। অনভিজ্ঞ ভারতীয় পেসারদের ওপর বেশ কিছুটা নির্ভর করতে হবে তাদের।

পিচ রিপোর্ট: এখানে স্টেডিয়ামের পিচ বেশ কিছুটা অজ্ঞাত কারণ এখানে খুব বেশি ক্রিকেট খেলা হয় না সর্বোচ্চ স্তরের। তবে খুব বড় রান হওয়ার আশঙ্কা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।সেক্ষেত্রে নিশ্চয়ই দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে এমনটাই আশা করা যায়।

নজরে কোন তারকারা: দিল্লি ক্যাপিটালস অনেকটাই নির্ভর করবে তাদের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ওপর। সেই সঙ্গে নিজের যোগ্যতা প্রমাণের জন্য মরিয়া পৃথ্বী শ ও গত ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্স করা মিচেল মার্শ যেকোনো বলেই অ্যাটাকের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করার ক্ষমতা রাখেন। অপরদিকে লখনউয়ের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারেন লোকেশ রাহুল। আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন তিনি গত কয়েক বছর ধরে। সেই সঙ্গে গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করা আয়ুশ বাদোনির ওপরও নজর থাকবে সকলের। নিজের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে তফাৎ করে রাখার ক্ষমতা রাখেন মার্কাস স্টোইনিসও।

লখনউ সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনন ভোহরা, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, আভেশ খান, মার্ক উড, রবি বিষ্ণোই, ড্যানিয়েল স্যামস

দিল্লির সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মনীশ পান্ডে, অভিষেক পোড়েল, রাইলি রুশো, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, মুকেশ কুমার

 

 

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর