LSG বনাম GT, জয়ে ফিরতে মরিয়া গুজরাটকে রুখতে পারবে লখনৌ? নজরে এই তারকারা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই নতুন ফ্র‍্যাঞ্চাইজি লখনৌ সুপারজায়ান্টস (LSG) এবং গুজরাট টাইটান্স (Gujrat Titans)। চলতি মরশুমে পরপর ম্যাচ জিতে লখনৌ বেশ ভালো জায়গায় রয়েছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের কাছে হারার পর বেশ কিছুটা চাপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট।

লখনৌয়ের ঘরের মাঠ ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ অত্যন্ত মন্থর। ম্যাচ যত এগোতে থাকবে ব্যাটিং করা ততই মুশকিল হতে থাকবে। তাই আজ টস জয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করবেন এমনটা আশা করা যায়।

এই পিচে গুজরাটের রশিদ খান এবং লখনৌয়ের রবি বিশ্নই অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাটিং এর দিক দিয়ে দেখতে গেলে লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল এবং গুজরাটের ওপেনার শুভমান গিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন আজকের ম্যাচে। এর মূল কারণ হলো যে আজকের পিছে আলতাবের এই ব্যাট চালিয়ে সহজে রান সংগ্রহ করার ব্যাপারটা দেখতে পাওয়ার সম্ভাবনা কম। বলের অবস্থান বুঝে ধৈর্য সহকারে খেলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য গুজরাট একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, অভিনব মোনহর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, আলঝারী জোসেফ

সম্ভাব্য লখনৌ একাদশ: লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া, নবীন উল হক, আবেশ খান, যুদ্ধবীর সিং, রবি বিশ্নই

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর